পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় ঐতিহ্যবাহী রাজঘাটে নয়, করোনার কারণে বাড়ির কাছে লোদি মহাশশ্মানে দাহ করা হলো প্রণব মুখার্জিকে।
চিকিৎসাধীন অবস্থায় প্রণব মুখার্জির কোভিড পজিটিভ রিপোর্ট এসেছিলো। তাই দিল্লির রাজাজি রোডের বাড়ি থেকে শুরু করে লোদি রোড মহাশ্মশান, সর্বত্রই কোভিড প্রোটোকল মেনে শেষকৃত্য করা হয়।
পিপিই কিট পরেই অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেন পুত্র অভিজিৎ মুখার্জি । পরিবারের অন্য সদস্যরাও সবাই পিপিই কিট পরে শামিল হন শেষকৃত্যে। কোভিড প্রোটোকল মেনে শ্মশানেও সীমিত রাখা হয় জন সমাগম।
এর আগে দিল্লির সামরিক হাসপাতাল থেকে প্রণব মুখার্জির মরদেহ নিয়ে আসা হয় তার লোদি রোডের বাসভভনে। সেখানে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ সব দলের রাজনীতিকরা তাকে শেষ শ্রদ্ধা জানান।
তবে কোভিডের কারণে মৃতদেহ বাড়ির একটি ঘরে রাখা হয়। কিন্তু সেখানে কাউকে যেতে দেওয়া হয়নি। পরিবর্তে একটি বেদি তৈরি করে প্রণব মুখার্জির ছবি রাখা হয়। সেই ছবিতেই পুস্পমাল্য দিয়ে শ্রদ্ধা জানান সবাই।
প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী ছাড়াও প্রয়াত সাবেক প্রেসিডেন্টকে শ্রদ্ধা জানান ভাইস প্রেসিডেন্ট বেঙ্কাইয়া নায়ডু, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, লোকসভার স্পিকার ওম বিড়লা, চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত, সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরী, কংগ্রেস এমপি রাহুল গান্ধী, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালসহ সাধারণ মানুষ।

