শিরোনাম
শুক্র. জানু ৩০, ২০২৬

রোহিঙ্গা ইস্যুতে টানাপোড়েন, বাণিজ্যে ‘নাটকীয় উল্লম্ফন’

সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম ইস্যুতে বাংলাদেশ-মিয়ানমারের সম্পর্কে টানাপোড়েন তৈরি হলেও প্রতিবেশি এ দুই দেশের সীমান্ত বাণিজ্য ব্যাপক বৃদ্ধি পেয়েছে। শনিবার মিয়ানমারের বাণিজ্য মন্ত্রণালয়ের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি অর্থ-বছরে ২১ আগস্ট পর্যন্ত দুই দেশের সীমান্ত বাণিজ্য রেকর্ড ৭৪৮ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।

দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান বলছে, বাংলাদেশ-মিয়ানমারের সীমান্ত বাণিজ্যে নাটকীয় উল্লম্ফন দেখা গেছে। গত বছরের একই সময়ে দুই দেশের এই বাণিজ্যের পরিমাণ মাত্র ২১ দশমিক ০৩ মিলিয়ন মার্কিন ডলার হলেও চলতি বছরের সেটি বৃদ্ধি পেয়ে ৭৪৮ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। যা আগের বছরের তুলনায় ৭২৭ মিলিয়ন ডলার বেশি।

বাংলাদেশ-মিয়ানমারের এই সীমান্ত বাণিজ্যের মধ্যে মিয়ানমারের রফতানির পরিমাণ ৪৪৪ মিলিয়ন ডলার। একই সময়ে বাংলাদেশ থেকে মিয়ানমার আমদানি করেছে ৩০৪ মিলিয়ন ডলারের পণ্যসামগ্রী।

দুই দেশের সীমান্ত বাণিজ্যের মধ্যে যেসব পণ্য রয়েছে, তার মধ্যে অন্যতম বাঁশ, আদা, চিনাবাদাম, নোনা পানির চিংড়ি এবং অন্যান্য মাছ, শুকনো বরই, রসুন, চাল, মুগ ডাল, কম্বল, ক্যান্ডি, বরই আচার, জুতা, হিমায়িত খাবার, রাসায়নিক, চামড়া, পাটজাত পণ্য, তামাক, প্লাস্টিক, কাঠ, তৈরি পোষাক এবং পানীয়। সূত্র: মিজিমা।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *