শিরোনাম
শুক্র. জানু ৩০, ২০২৬

মালয়েশিয়ায় নতুন হাইকমিশনার গোলাম সরোয়ার

ওমানে অবস্থানরত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. গোলাম সরোয়ারকে মালয়েশিয়ায় বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। ৭ সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সরোয়ার বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) পররাষ্ট্র ক্যাডারের দশম ব্যাচের কেরিয়ারের কূটনীতিক। তার কূটনীতিক জীবনে তিনি ইয়াঙ্গুন, কুয়ালালামপুর, কাঠমান্ডু, ওয়াশিংটন ডিসি এবং জেদ্দায় বাংলাদেশ মিশনে দায়িত্ব পালন করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি মহা-পরিচালকসহ (দক্ষিণ পূর্ব এশিয়া) বিভিন্ন পদে সক্ষমতা নিয়ে কাজ করেছেন।

গোলাম সরোয়ার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিংয়ে স্নাতকোত্তর অর্জন করেন এবং বাংলাদেশের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব ইনস্টিটিউটের (আইসিএবি) অধীনে তার নিবন্ধ সম্পন্ন করেন। তিনি জার্মানিতে কূটনীতিক প্রশিক্ষণ এবং যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক স্টাডিজের নিকটবর্তী পূর্ব-দক্ষিণ এশিয়া কেন্দ্রের সিনিয়র এক্সিকিউটিভ কোর্স (এনএসএ) পেয়েছেন।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *