স্টাফ রিপোর্টার, বাঁকুড়া, জলপাইগুড়ি : সেপ্টেম্বর মাসের প্রথম সাপ্তাহিক লক ডাউনের দিনে বাঁকুড়ার চির চেনা ছবিটা উধাও। শহরের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত মাচানতলায় রবিবার সন্ধ্যাতেও যেখানে তিল ধারণের জায়গা ছিল না, সোমবার সকাল থেকে ‘লক ডাউনে’র সৌজন্যে সেই জায়গাই সম্পূর্ণ ফাঁকা। একই ছবি জেলার উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সর্বত্র। জেলায় জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত ছাড়া সমস্ত যান চলাচল বন্ধ, বন্ধ দোকান পাটও। ‘লক ডাউনে’র অন্যান্য দিনগুলির মতো এদিনও জেলা জুড়ে সম্পূর্ণ অঘোষিত বন্ধের চেহারা।
বাঁকুড়া শহরের গুরুত্বপূর্ণ মোড় গুলিতে পুলিশের পক্ষ থেকে ব্যরিকেড দেওয়া হয়েছে। সঙ্গে সমান্তরালভাবে চলছে পুলিশী টহলদারি।
লকডাউনের একই চিত্র ধরা পড়েছে উত্তরের জেলা জলপাইগুড়িতেও। এদিন সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে। শহর কার্যত শুনশান। শহর লাগোয়া পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের ডেঙ্গুয়াঝার বাজার পুরোপুরি বন্ধ।গোশালা মোড় শুনশান।জাতীয় সড়কেও যানবাহনের তেমন ভিড় নেই।পুলিশের নজরদারি চলছে।অকারণে রাস্তায় বের হয়েছেন এমন ব্যক্তিদের বুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
লকডাউন ভাঙার ছবিও শহরে তেমন দেখা যায় নি। দিনবাজার, বয়েলখানা বাজার,স্টেশন বাজার একদমই শুনশান।লকডাউন ভেঙে মাছ ধরতে দেখা গেছে। লক ডাউনের মধ্যে যারা রাস্তায় বের হয়েছেন তাদের অনেকেই মাস্ক ছাড়া দেখা গেছে।
তবে জেলার অন্যান্য লকডাউনের সেই চেনা ছন্দ আজ কোথাও যেন উধাও পূর্ব মেদিনীপুরে। কোথাও ছিল দোকান খোলা আবার কোথাও মাক্স বিহীন মানুষের দাপাদাপি। তার মাঝেই পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে চলছে লকডাউন। একাংশের বক্তব্য এই ধরনের লকডাউন তাৎপর্যহীন।

