শিরোনাম
শনি. জানু ৩, ২০২৬

রিয়াকে সমর্থন করে সোনম-কারিনাদের পোস্ট

মাদক সেবন ও সংগ্রহের অপরাধে গত মঙ্গলবার অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে গ্রেপ্তার করেছে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব‌্যুরো (এনসিবি)। তাকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন আদালত। আজ বুধবার তাকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারের সময় রিয়ার টি-শার্টে লেখা ছিল, ‘গোলাপ লাল, বেগুনি নীল, এসো আমি আর তুমি ধ্বংস করি পিতৃতন্ত্রকে’।

এদিকে ফারহান আখতার, বিদ‌্যা বালান, দিয়া মির্জা, সোনম কাপুর, কারিনা কাপুর, তাপসী পান্নু, অনুরাগ কাশ‌্যপ, শাবানা আজমি, জয়া আখতারসহ বেশ কয়েকজন বলিউড তারকা রিয়ার গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে ন‌্যায়বিচার দাবি করেছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ‌্যমে রিয়ার টিশার্টের লেখাটি পোস্ট করছেন তারা।

গত ২৬ আগস্ট রিয়া ও তার ভাই সৌভিক চক্রবর্তীসহ কয়েকজনের বিরুদ্ধে নারকোটিক্স ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্স আইন, ১৯৮৫ অনুযায়ী ২০, ২২, ২৭, ২৯ ধারায় দিল্লিতে মামলা দায়ের করে এনসিবি। এরপর এ বিষয়ে তদন্ত শুরু হয়।

সম্প্রতি এই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন‌্য রিয়াকে তলব করে এনসিবি। টানা তিন দিন জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবার এই অভিনেত্রীকে গ্রেপ্তার করা হয়। এনসিবি কর্তৃপক্ষ জানিয়েছে, মাদক সেবন ও চক্রের সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছেন রিয়া।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *