শিরোনাম
শুক্র. জানু ৩০, ২০২৬

সুস্থতার হার বাড়ছে বাংলায়, তবে চিন্তায় রাখছে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি

হাইলাইটস

  • ৮৫.৯৫ শতাংশ সুস্থতার হারই বলে দিচ্ছে, বাংলায় করোনা পরিস্থিতি ধীরেধীরে নিয়ন্ত্রণে আসছে।
  • পজিটিভ রিপোর্ট এসেছে ৩১১২ জনের।
  • ১০ সেপ্টেম্বর পর্যন্ত গোটা রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৬৬ হাজার ০২৭ জন।

ডিজিটাল ডেস্ক: করোনার ভয়াবহতা এখনও পুরোপুরি কাটেনি। কিন্তু অতল আতঙ্কের দিনগুলো পিছনে ফেলে, ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলা। ৮৫.৯৫ শতাংশ সুস্থতার হারই বলে দিচ্ছে, বাংলায় করোনা পরিস্থিতি ধীরেধীরে নিয়ন্ত্রণে আসছে। বৃহস্পতিবার সারাদিনে প্রায় ৪৪ হাজারের বেশি নমুনা টেস্ট হয়েছে। পজিটিভ রিপোর্ট এসেছে ৩১১২ জনের।

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্ত বেড়ে হয়েছে ১ লক্ষ ৯৩ হাজার ১৭৫ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ১১২ জনের কোভিড ধরা পড়েছে। তবে, দু লক্ষের কাছাকাছি আক্রান্ত হলেও বাংলায় এই মুহূর্তে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা মাত্র ২৩ হাজার ৩৭৭।

১০ সেপ্টেম্বর পর্যন্ত গোটা রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৬৬ হাজার ০২৭ জন। এর মধ্যে শুধু বৃহস্পতিবারই করোনা মুক্ত হয়েছেন ৩,০৩৫ জন। পশ্চিমবঙ্গে ১০ সেপ্টেম্বর পর্যন্ত করোনাভাইরাস থেকে সুস্থতার হার ৮৫.৯৫ শতাংশ।

মারণ ভাইরাসের কামড়ে রাজ্যে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ হাজার ৭৭১ জনের। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৪১ জন। এর মধ্যে শুধু কলকাতাতেই মৃত্যু হয়েছে ৫ জনের। হাওড়ায় ১০ জনের। উত্তর ২৪ পরগনায় মারা গিয়েছেন ১০ জন। উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে ১ জন, কোচবিহারে ১ জন, দার্জিলিংয়ে ১ জন, জলপাইগুড়িতে ১ জন, উত্তর দিনাজপুরে ২ জন, মালদায় ২ জন, বীরভূমে ১ জনের মৃত্যু হয়েছে। পশ্চিম মেদিনীপুরে যথাক্রমে ৪ জন মারা গিয়েছেন। হুগলিতে ২ জনের মৃত্যু হয়েছে।

রাজ্যে কোভিডে মৃত্যুর এক-তৃতীয়াংশই কলকাতায়। ১০ সেপ্টেম্বর পর্যন্ত কলকাতায় সবমিলিয়ে ১,৪১১ জন কোভিডে মারা গিয়েছেন। তার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। ৮৫২ জন মারা গিয়েছেন। হাওড়ায় কোভিডের বলি ৪৩৮ জন। দক্ষিণ ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ২৪০ জনের। হুগলিতে মারা গিয়েছেন ১৬০ জন। দার্জিলিঙে মারা গিয়েছেন ৮৫ জন।

স্বাস্থ্য দফতরের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, কোভিডের নমুনা টেস্টের সংখ্যা ২৩ লক্ষের গণ্ডি ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ৪৪ হাজার ৩৪৭ টি নমুনা টেস্ট হয়েছে। সবমিলিয়ে রাজ্যে ২৩ লক্ষ ৩০ হাজার ২৮৩ টি নমুনা টেস্ট হয়েছে। প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় রাজ্যে টেস্টের হার যথেষ্ট ভালো। প্রতি ১০ লক্ষে টেস্ট হয়েছে ২৫ হাজার ৮৯২ জনের। মোট নমুনা টেস্টের ৮.২৯ শতাংশের রিপোর্ট পজিটিভ এসেছে। সূত্র: এই সময়

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *