শিরোনাম
শনি. জানু ৩১, ২০২৬

রাসুলকে অবমাননা, ফরাসি দূতাবাস বন্ধ করে পাকিস্তানে বিক্ষোভ

বিশ্বনবী হজরত মুহাম্মাদের (সা.) অবমাননাকর কার্টুন এঁকে ফ্রান্সের বিতর্কিত শার্লি এবদো ম্যাগাজিনে তা প্রকাশের প্রতিবাদে পাকিস্তানের জনবহুল রাওয়ালপিন্ডি শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভ মিছিল করেছেন।

বিক্ষোভকারীদের বেশিরভাগই ছিলেন শিক্ষার্থী। বিক্ষোভকারীরা ইসলামাবাদে অবস্থিত ফরাসি দূতাবাস বন্ধ করে পাকিস্তানে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূতকে বহিষ্কারের দাবি জানিয়েছেন।

সম্প্রতি হজরত মুহাম্মাদকে (স.) নিয়ে আবারও ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ করেছে ফরাসি ম্যাগাজিন শার্লি এবদো।

এর আগে হযরত মুহাম্মদকে (স.) নিয়ে ২০১৫ সালেও কার্টুন প্রকাশ করে ব্যাপক প্রতিবাদের মুখে পড়ে তারা। আবারও সেগুলোই প্রকাশ করেছে ম্যাগাজিনটি।

এ নিয়ে ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ শুরু হলে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন বলেন, শার্লি এবদোতে ফের মহানবী মুহাম্মদের (সা.) কার্টুন প্রকাশে বাধাদানের কোনো সুযোগ নেই। তাছাড়া ফ্রান্স মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *