শিরোনাম
শনি. জানু ৩১, ২০২৬

পশ্চিমবঙ্গে ৪ হাজার ছাড়াল করোনায় মৃত্যুর সংখ্যা, সুস্থতার হারও ৮৬.৫৫%

হাইলাইটস

  • ৮৬.৫৫ শতাংশ সুস্থতার হারেই স্পষ্ট বাংলায় করোনা পরিস্থিতি ধীরেধীরে হলেও নিয়ন্ত্রণে আসছে।
  • সোমবার সারাদিনে ৪৭ হাজারেরও বেশি নমুনা টেস্ট হয়েছে। পজিটিভ রিপোর্ট এসেছে ৩২১১ জনের।
  • দু লক্ষের উপর আক্রান্ত হলেও বাংলায় এই মুহূর্তে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা মাত্র ২৩ হাজার ৬৯৩।

ডিজিটাল ডেস্ক: করোনার ভয়াবহতা ভারতবর্ষে যেন ক্রমেই বেড়ে চলেছে। কিন্তু অতল আতঙ্কের দিনগুলো পিছনে ফেলে, ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ। একথা বলার কারণ অবশ্যই এ রাজ্যের সুস্থতার হার। ৮৬.৫৫ শতাংশ সুস্থতার হারেই স্পষ্ট বাংলায় করোনা পরিস্থিতি ধীরেধীরে হলেও নিয়ন্ত্রণে আসছে। সোমবার সারাদিনে ৪৭ হাজারেরও বেশি নমুনা টেস্ট হয়েছে। পজিটিভ রিপোর্ট এসেছে ৩২১১ জনের।

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, সোমবার (১৪ সেপ্টেম্বর) পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্ত বেড়ে হয়েছে ২ লক্ষ ০৫ হাজার ৯১৯ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ২১১ জনের কোভিড ধরা পড়েছে। তবে, দু লক্ষের উপর আক্রান্ত হলেও বাংলায় এই মুহূর্তে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা মাত্র ২৩ হাজার ৬৯৩।

১৪ সেপ্টেম্বর পর্যন্ত গোটা রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৭৮ হাজার ২২৩ জন। এর মধ্যে শুধু সোমবারই করোনা মুক্ত হয়েছেন ৩,০৮৪ জন। পশ্চিমবঙ্গে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত করোনাভাইরাস থেকে সুস্থতার হার ৮৬.৫৫ শতাংশ।

মারণ ভাইরাসের কামড়ে রাজ্যে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ হাজার ০০৩ জনের। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৫৮ জন। এর মধ্যে শুধু কলকাতাতেই মৃত্যু হয়েছে ১৬ জনের। হাওড়ায় ৬ জনের মৃত্যু হয়েছে। উত্তর ২৪ পরগনায় মারা গিয়েছেন ১০ জন, দক্ষিণ ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ৫ জনের। উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে ১ জন, কোচবিহারে ২ জনের মৃত্যু হয়েছে। মুর্শিদাবাদে ১ জন, নদীয়ায় ৩ জনের মৃত্যু হয়েছে। বীরভূম-বাঁকুড়ায় মৃত্যু হয়েছে ১ জন করে, পুরুলিয়ায় মারা গিয়েছেন ২ জন, পশ্চিম মেদিনীপুরে ১ জন, পূর্ব মেদিনীপুরে ২ জন, পূর্ব বর্ধমানে ১ জন ও পশ্চিম বর্ধমানে ১ জন মারা গিয়েছেন। হুগলিতে ৫ জনের মৃত্যু হয়েছে।

রাজ্যে কোভিডে মৃত্যুর এক-তৃতীয়াংশই কলকাতায়। ১০ সেপ্টেম্বর পর্যন্ত কলকাতায় সবমিলিয়ে ১,৪৮৯ জন কোভিডে মারা গিয়েছেন। তার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। ৮৯৯ জন মারা গিয়েছেন। হাওড়ায় কোভিডের বলি ৪৬২ জন। দক্ষিণ ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ২৫৫ জনের। হুগলিতে মারা গিয়েছেন ১৭৭ জন। দার্জিলিঙে মারা গিয়েছেন ৯২ জন।

স্বাস্থ্য দফতরের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, কোভিডের নমুনা টেস্টের সংখ্যা ২৫ লক্ষের গণ্ডি ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ৪৭ হাজার ৫৩৭ টি নমুনা টেস্ট হয়েছে। সবমিলিয়ে রাজ্যে ২৫ লক্ষ ১৭ হাজার ৫৯৫ টি নমুনা টেস্ট হয়েছে। প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় রাজ্যে টেস্টের হার যথেষ্ট ভালো। প্রতি ১০ লক্ষে টেস্ট হয়েছে ২৭ হাজার ৯৭৩ জনের। মোট নমুনা টেস্টের ৮.১৮ শতাংশের রিপোর্ট পজিটিভ এসেছে। সূত্র: এই সময়

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *