অবশেষে বাজলো বিহার নির্বাচনের দামামা। নির্বাচন কমিশন শুক্রবার বিহার বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল। বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে ১০ নভেম্বর।
বিহারে বিধানসভা নির্বাচন শুরু হবে ২৮ অক্টোবর। তিন দফায় ভোটগ্রহণ চলবে। দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ হবে ৩ ও ৭ নভেম্বর। ২৪৩ আসনের বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ৭১ টি, দ্বিতীয় দফায় ৯৪ টি এবং তৃতীয় দফায় ৭৮ টি আসনে ভোটগ্রহণ হবে। শুক্রবার বিহার বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ও অন্যান্য বিষয় সম্পর্কে ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। এদিন ভোটের সূচি ঘোষণার সঙ্গে সঙ্গেই আদর্শ আচরণবিধি চালু হয়ে গেল বলে জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা।
এদিন মুখ্য নির্বাচন কমিশনার জানান যে, নির্দেশিকা মেনে নির্বাচন কমিশন যাবতীয় ব্যবস্থা করেছে। ভোটগ্রহণের সময় যাতে কোনোভাবেই করোনা সংক্রমণ না বাড়ে, তার জন্য সবরকমের ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা জানান যে, ৭ লাখের বেশি স্যানিটাইজারের ইউনিট, ৪৬ লাখেরও বেশি মাস্ক, ৬ লাখ পিপিই কিট, ৬.৭ লাখের বেশি ফেস-শিল্ড, ২৩ লাখের উপর হ্যান্ড-গ্লাভসের আয়োজন করা হয়েছে। অন্যদিকে ভোটারদের জন্য ৭.২ কোটি একবার ব্যবহারযোগ্য হ্যান্ড গ্লাভসের ব্যবস্থা করা হচ্ছে। মুখ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন যে, কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখেই এইসব ব্যবস্থা। এছাড়াও করোনা নির্দেশিকা মেনে চলার জন্য নোডাল হেলথ অফিসার নিয়োগ করা হবে।
ভোট কেন্দ্রগুলিতে ভিড় কমাতে ভোটগ্রহণের সময়সীমাও এক ঘণ্টা বাড়ানো হয়েছে। সকাল ৭ টা থেকে সন্ধে ৬ টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ প্রক্রিয়া। তবে মাওবাদী এলাকায় এই নির্দেশ কার্যকর হবে না। প্রতিটি বুথে ১ হাজার ভোটদাতা ভোট দিতে পারবেন।
উল্লেখ্য, এবারের নির্বাচনে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার আটকাতে আগে থেকেই বিশেষ তত্পর হচ্ছে নির্বাচন কমিশন। এদিন মুখ্য নির্বাচন কমিশনার বলেন যে, কেউ যাতে নির্বাচনী প্রচারের কাজে সোশ্যাল মিডিয়ায় অপব্যবহার করতে না পারে, ষে ব্যাপারে সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়া কর্তৃপক্ষকে তা নিশ্চিত করতে এবং যথাযথ নজরদারি চালাতে নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, গতবার বিহারে পাঁচ দফায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এবারে তা কমিয়ে তিন দফায় করা হয়েছে। করোনা মহামারীর মধ্যে বিহারই প্রথম রাজ্য, যেখানে পূর্ণাঙ্গ নির্বাচন হতে চলেছে। তাই সুস্থভাবে এই নির্বাচন প্রক্রিয়া শেষ করাও নির্বাচন কমিশনের কাছে একটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। বিহারে বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ২৯ নভেম্বর।

