নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন৷৷ চাকরিচ্যুত ১০৩২৩ শিক্ষক সংগঠনের পক্ষ থেকে মঙ্গলবার আগরতলা সিটি সেন্টারের সামনে প্রতীকী প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত করা হয়৷ আমরা ১০৩২৩ শিক্ষক সংগঠনের নেত্রী ডালিয়া দাস জানান, চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকারা অসহায় জীবনযাপন করছেন, তাদের পরিবার অসহায় হয়ে পড়েছে৷ অবিলম্বে চাকরিচ্যুতদের বিকল্প চাকরির ব্যবস্থা করতে হবে৷
চাকরিচ্যুত শিক্ষক সংগঠনের এখনো পর্যন্ত জন এর জীবনহানি ঘটেছে৷ তাদের প্রত্যেকের পরিবারে ডাই ইন হারনেস প্রকল্পে চাকরি প্রদান করতে হবে৷ সবর্োপরি করোনা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতে যারা প্রথম সারিতে দাঁড়িয়ে যুদ্ধ করছেন তাদের জীবন জীবিকার স্বার্থে প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী প্রদান করতে হবে৷ মূলত এই তিন দফা দাবির ভিত্তিতে মঙ্গলবার সিটি সেন্টারের সামনে আমরা ১০৩২৩ শিক্ষক সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ-বিক্ষোভ সংগঠিত করা হয়৷ সরকার অবিলম্বে এসব দাবি মেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে আন্দোলন আরো বৃহৎ আকার ধারণ করবে বলে উড়িয়ে দেওয়া হয়েছে৷
সংগঠনের নেত্রী ডালিয়া দাস আরো জানান, রাজ্য সরকার চাকরিচ্যুতদের সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় আশ্বাস দিয়েছিল, এখন পর্যন্ত সেই আশ্বাস আশ্বাস বাণীতেই রয়ে গেছে৷ অবিলম্বে প্রতিশ্রুতি অনুযায়ী চাকরিচ্যুতদের স্থায়ী সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ করতে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে৷ চাকরিচ্যুত শিক্ষকদের সমস্যাটি মানবতার দৃষ্টিকোণ দিয়ে দেখে অগ্রাধিকারের ভিত্তিতে চাকরিতে নিযুক্ত করার দাবিও জানানো হয়েছে৷