গুয়াহাটি: আগামী ২০২১-এর রাজ্য বিধানসভা নির্বাচনে অসমে একা লড়বে আম আদমি পার্টি (আপ)। নির্বাচনী রণকৌশল তৈরি এবং অসমের রাজনৈতিক জমি উর্বর করতে শীঘ্রই রাজ্যে আসছেন আপ-সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
শুক্রবার গুয়াহাটি প্ৰেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনো এ কথা ঘোষণা করেছে দলীয় নেতৃত্ব। দুৰ্নীতি নিবারণ, বেকার সমস্যা দূর করা, বন্যাকে রাষ্ট্ৰীয় সমস্যা হিসেবে ঘোষণা করা প্রভৃতি প্ৰতিশ্ৰুতি নিয়ে জনতার দুয়ারে যাবে কেজরিওয়ালের আম আদমি পার্টি। আজকের সাংবাদিক সম্মেলনে আম আদমি পাৰ্টির অসম প্রদেশ কো-অর্ডিনেটর ড. ভবেন চৌধুরী বক্তব্য পেশ করছিলেন। আজকের সাংবাদিক সম্মেলনে অসম গৃহরক্ষী সংস্থার বেশ কয়েকজন সদস্য আম আদমি পার্টিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। ড. চৌধুরীর দাবি, অসমের প্ৰায় ২৭ হাজার গৃহরক্ষী জওয়ান পরবর্তীতে দলকে সহযোগিতা করবে।
তিনি জানান, আম আদমি পাৰ্টির প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্ৰী অরবিন্দ কেজরিওয়াল শীঘ্রই অসমে এসে নিৰ্বাচনী প্ৰচারের দিশানির্দেশ দেবেন। আশা করা হচ্ছে, আগামী ডিসেম্বর মাসে অসমে আসছেন অরবিন্দ কেজরিওয়াল। বিশু / এসকেডি