শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত হয়েছেন ৭৪৩ জন। মৃত্যু হয়েছে ১৯ জনের!
কলকাতা: গত কয়েক মাসের সব পরিসংখ্যান ছাপিয়ে গেল পশ্চিমবঙ্গের এক দিনের নিরিখে করোনা আক্রান্তের সংখ্যা। শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত হয়েছেন ৭৪৩ জন। মৃত্যু হয়েছে ১৯ জনের!
স্বাস্থ্য দফতরের বুলেটিনে প্রকাশ, এ পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২১ হাজার ২৩১ জন। এর মধ্যে সক্রিয় আক্রান্ত ৬ হাজার ৩২৯ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনার কারণে মৃত্যু হয়েছে ৭৩৬ জনের। সবচেয়ে বেশি পরিমাণে আক্রান্ত হচ্ছেন কলকাতা ও উত্তর চব্বিশ পরগণার বাসিন্দারা। গত ২৪ ঘণ্টায় কলকাতাতে আক্রান্ত হয়েছেন ২৪২ জন। আর উত্তর চব্বিশ পরগণায় আক্রান্ত ১৬৪ জন।
গত চব্বিশ ঘণ্টায় ১১ হাজারের কিছু বেশি করোনা নমুনা পরীক্ষা হয়েছে। মোট নমুনা পরীক্ষা হয়েছে এখনও পর্যন্ত ৫ লক্ষ ৩০ হাজার ৭২ জনের।
এক দিকে যখন করোনার আতঙ্কজনক ছবিটা ফুটে উঠছে তখন একমাত্র আশা জাগাচ্ছে সুস্থতার হার। স্বাস্থ্য দফতরের শনিবারের বুলেটিনে প্রকাশ মোট ৬৬.৭২ শতাংশ রোগীই ভাল হয়ে গিয়েছেন। বাড়ি ফিরেছেন ১৪ হাজার ১৬৬ জন। শুক্র-শনিবারেও বাড়ি ফিরেছেন অন্তত ৫৯৫ জন।