উত্তর নাইজেরিয়ার বোর্নো রাজ্যে জিহাদিদের হামলায় অন্তত ৯ দেশটির অন্তত ৯ জন সেনা সদস্যের মৃত্যু হয়েছে বলে বুধবার একাধিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
হামলাকারী জিহাদিরা ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকান প্রভিন্স- আইএসডব্লিউএপি’র অন্তর্গত।
নাইজেরিয়ার সেনাবাহিনীর একটি সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে তারা বোর্নোর শহর মাগুমেরিতে দশটি ট্রাকে করে মেশিনগান দিয়ে হামলা চালায়। এতে নিজেদের ৯ সেনার মৃত্যু হয়।
জঙ্গিরা সেনা পোস্টে থাকা তিনটি গাড়ি জ্বালিয়ে দেয়। এর মধ্যে একটি গাড়ি ছিল অস্ত্র বোঝাই।
আইএসডব্লিউএপি’র এক বিবৃতিতে জানানো হয়েছে, তাদের চালানো হামলাতে নাইজেরিয়ার ১০ সেনার মৃত্যু হয়েছে। সেনাদের গাড়ি ও অস্ত্র আটক করা হয়েছে।
এ ঘটনার পর আঞ্চলিক রাজধানী মাইদোগুরিতে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে।
গত কয়েক দিন ধরে ম্যাগুমেরি এলাকায় আইএসডব্লিউএপি’র হামলার সংখ্যা বাড়ানো হয়েছে। তারা গত কয়েক দিনে একটি ক্লিনিক ও স্থানীয় প্রশাসনের অনেকগুলো স্থাপনা জ্বালিয়ে দিয়েছে তারা।
নাইজেরিয়ার এই অঞ্চলটিতে গত এক দশক ধরেই আইএসের আঞ্চলিক শাখা আইএসডব্লিউএপি হামলা চালিয়ে আসছে। তাদের হামলার কবলে পড়ে এখন পর্যন্ত প্রায় ৩৬ হাজার মানুষের মৃত্যু হয়েছে, ঘরবাড়ি ছাড়া হয়েছে ২০ লাখ মানুষ।