পরিবেশ প্রেমীদের আশঙ্কা আগুন নিয়ন্ত্রণে না এলে ওই জঙ্গলের জীববৈচিত্র্য পুরোপুরি ধ্বংস হয়ে যাবে।
গুয়াহাটি: আসামের বাঘজান অঞ্চলের প্রাকৃতিক কেলের খনিতে ১৩ দিন ধরে জ্বলা আগুন এখনও নেভেনি। গতকাল অর্থাৎ মঙ্গলবার ফের বিস্ফোরণ ঘটে খনিতে। গ্যাসের পাইপে ফাটল ধরায় বিপদ কয়েকগুণ বেড়ে যায়।
পরিস্থিতি মোকাবিলায় নেমে নিকটবর্তী কয়েকটি গ্রামের ৬০০টি পরিবারকে অন্যত্র সরানো হয়েছে। সিঙ্গাপুর থেকে এসেছেন ইঞ্জিনিয়াররা। ঘটনাস্থলে রয়েছে ডিজাস্টার রেসপন্স ফোর্সও। এদিন আগুন নেভাতে গিয়ে মৃত্যু হয়েছে দুই কর্মীর। বিপর্যয় মোকাবিলায় কেন্দ্রে দ্বারস্থ অসম প্রশাসন।
এই খনি অঞ্চলটি ডিব্রু সাইখোয়া ন্যাশনাল পার্ক লাগোয়া। পরিবেশ প্রেমীদের আশঙ্কা আগুন নিয়ন্ত্রণে না এলে ওই জঙ্গলের জীববৈচিত্র্য পুরোপুরি ধ্বংস হয়ে যাবে।