এমরান আহমেদ: গত ১ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৬টায় পূর্ব লন্ডনে বাংলাদেশি গণতান্ত্রিক ফোরাম ইউকের উদ্যোগে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার এবং দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এর প্রভাব শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশি গণতান্ত্রিক ফোরাম ইউকের আহবায়ক ও স্বেচ্ছাসেবক দল যুক্তরাজ্যে শাখার সহ সভাপতি মোঃ আশিকুল ইসলামের সভাপতিত্বে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সামগ্রিক গণআন্দোলনের উপর গুরুত্ব আরোপ করা হয় এবং বর্তমান সরকারের দুঃশাসন এবং নির্যাতনের কথা তুলে ধরা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নেতা ও সংগঠনের প্রধান উপদেষ্টা আশিকুর রহমান আশিক ও প্রধান বক্তা হিসেবে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও খুলনা বিএনপির সমাজকল্যাণ সম্পাদক মনজুর হাসান পল্টু উপস্থিত ছিলেন।
যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি কাজী ফয়ছল আহমেদ ও বাংলাদেশি গণতান্ত্রিক ফোরামের যুগ্ম আহবায়ক এমএ শামীমের যৌথ পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইবিএসপি ইউকের সাধারণ সম্পাদক মোঃ ওয়াহিদুজ্জামান, নারায়নগঞ্জ বিএনপির সাবেক উপদেষ্ঠা মুজাহিদ খালেদ পাভেল, নরসিংদী শহর বিএনপির সাবেক উপদেষ্টা ফেরদৌসী বেগম, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি হাবিবুর রহমান, সেলিম সরদার শওকত, শাহ জামাল, যুক্তরাজ্য যুবদলের সহ সাধারণ সম্পাদক সাহিদুর রহমান চৌধুরী সাঈদ, ইষ্ট লন্ডন যুবদলের যুগ্ম সম্পাদক তোফায়েল আহমেদ, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম শিমু, রুয়েল মিয়া, জামাল মিয়া, লিয়াকত আলী, দেলোয়ার হোসেন, ফয়সল আহমদ, মুস্তাফিজুর রহমান চৌধুরী হিমেল, মোঃ রবিউল ইসলাম, মোঃ বদরুজ্জামান, আনোয়ার হোসাইন, মোঃ আরিফ আহমদ, আব্দুল কাদের জিলানী, ফয়েজ উল্লাহ, মোঃ মুশাররফ হোসেইন, সহ-প্রচার সম্পাদক মোহাম্মদ আব্দুল লতিফ, সেবুল আহমদ, সাবেক সিলেট জেলা ছাত্রদল নেতা আব্দুল হামিদ, মোঃ জামিল আহমদ, মোহাম্মদ জুনেদ ইসলাম, এফএএসএফ ইউকের সভাপতি মোঃ সাইফুর রহমান রাজু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেইন ও মোহাম্মদ উজ্জল হুসেইন চৌধুরী প্রমুখ।