বিশু / সমীপ / অরবিন্দ, শিলচর (অসম): মেঘালয়ে বাঙালি নির্যাতন বন্ধ করে বিকি দে সহ তিন বাঙালির বিরুদ্ধে পরিকল্পিত মামলা প্রত্যাহার করতে কেন্দ্রীয় সরকারের আশু হস্তক্ষেপ দাবি করেছে ‘আমরা বাঙ্গালী’। দলের অসম প্রদেশ সচিব সাধন পুরকায়স্থ উদ্বেগ ব্যক্ত করে জানান, সাম্প্রতিককালে মেঘালয়ে ধারাবাহিকভাবে সংগঠিত বাঙালি নির্যাতনের ঘটনাবলির ইতিবৃত্ত নানাভাবে দেশবাসীর কাছে তুলে ধরার জন্য মেঘালয় পুলিশ বিকি দে-কে পরিকল্পিতভাবে হেনস্তা করতে তাঁর বিরুদ্ধে মামলা রজু করে লুকআউট নোটিশ জারি করেছে। ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ১০৯/১৫৩/১৫৩(এ) ধারায় লামডিয়েংগ্রি থানায় ১০০(৯) / ২০২০ নম্বরে নথিভুক্ত করা হয়েছে এই মামলা।
সাধন পুরকায়স্থ বলেন, মেঘালয় পুলিশ ও খাসি স্টুডেন্টস ইউনিয়নের বেপরোয়া বাঙালি বিদ্বেষী কার্যকলাপ ও নির্মম নির্যাতনের ছবি দেশবাসীর কাছে স্পষ্ট হয়ে উঠেছে। ফলে সমগ্র দেশ জুড়ে মেঘালয় পুলিশ ও খাসি স্টুডেন্টস ইউনিয়নের বিরুদ্ধে প্রতিবাদের জোয়ার উঠেছে। ইস্ট খাসি হিলসের ইছামতী ও ভোলাগঞ্জ এলাকায় বাঙালি জনগণের দোকানপাট খুলতে দেওয়া হচ্ছে না। কার্যত ওইসব এলাকায় অর্থনৈতিক অবরোধ চলছে। মেঘালয় সরকারের স্বৈরাচারী কার্যকলাপের বিরোধিতা করে তীব্র ভাষায় নিন্দা ও ধিক্কার জানিয়েছে ‘আমরা বাঙ্গালী’। বাঙালিদের মৌলিক অধিকার তথা সাংবিধানিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের আশু হস্তক্ষেপ দাবি করেছেন দলের অসম প্রদেশ সচিব সাধন পুরকায়স্থ।
পাশাপাশি বিকি দে সহ যে তিন ব্যক্তি রাজ্যপালের শরণাপন্ন হয়ে স্মারকপত্র প্রদান করেছিলেন তাঁদের বিরুদ্ধে রুজু মামলা শীঘ্র প্রত্যাহারের জোরালো দাবি জানিয়েছেন তিনি। অন্যথায় সমগ্র দেশজুড়ে আগুন জ্বলবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ‘আমরা বাঙ্গালী’র প্রদেশ সচিব পুরকায়স্থ।