আইইডিসিআরের বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মুশতাক হোসাইন আরও বলেন, তাদের হাতেই রয়েছে ম্যাপ। দুই মেয়রের সঙ্গে কথা বলে এটা দিতে পারে স্বাস্থ্য অধিদপ্তর।
তিনি আরও জানান, আগে ভাগে বিভিন্ন এলাকার নাম প্রকাশ হয়ে যাওয়াতে বেশ কিছু সমস্যা হয়েছে। সবচেয়ে বড় সমস্যা হয়েছে প্রভাবশালীদের ফোনের কারণে। বিভিন্ন সময় ফোন করে বলেছেন তাদের এলাকা বা বাসা রেড জোনের ম্যাপিংয়ের বাইরে রাখতে। তবে এসব ফোনের কোনো প্রতিফলন ঘটেনি ম্যাপিংয়ে।
এসময় তিনি বলেন, রাজাবাজারের পাশাপাশি আরও একটি এলাকা লকডাউনের ঘোষণা দিয়ে প্রজ্ঞাপনও দেয়া হয়েছিলো। কিন্তু বিবিধ চাপের কারণে সেটিও হয়তো লকডাউন করা সম্ভব হয়নি। তবে এতটা সময় নিয়ে লকডাউন হলে কার্যকারিতা কতটা পাওয়া যাবে তা নিয়ে চিন্তা রয়েগেছে।