মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের নির্বাচনী প্রচারণা যখন একেবারে শেষ পর্যায়ে, তখন রাশিয়ার প্রধান আন্তর্জাতিক টিভি চ্যানেল ‘রাশিয়া টুডে’ তখন একবারে সর্বশক্তি দিয়ে ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের বিপক্ষে অবস্থান নিয়েছে। এই নির্বাচনে ক্রেমলিন নিয়ন্ত্রিত টিভি চ্যানেলটির সব খবর, মন্তব্য এবং টুইট ছিল প্রায় পুরোপুরি ডো বাইডেনের বিপক্ষে।
গত এক মাসে আরটি’র ওয়েবসাইটের মতামত বিভাগে যে তিরিশটির বেশি নির্বাচন বিষয়ক লেখা বেরিয়েছে, তার অল্প কটিতেই প্রেসিডেন্ট ট্রাম্পের সমালোচনা আছে। এর একটিতে তার সমালোচনা করা হয় রাশিয়ার অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ক প্রস্তাব প্রত্যাখ্যানের জন্য। আরেকটি রাশিয়ার ভূ-রাজনৈতিক মিত্র চীনের বিরুদ্ধে খুবই আগ্রাসী মনোভাব নেয়ার জন্য।
কিন্তু আরটি’র বেশিরভাগ লেখাতেই আসলে আছে জো বাইডেন এবং ডেমোক্রেটিক পার্টির সমালোচনা।
আরটি অবশ্য বলে থাকে তাদের মন্তব্য কলামগুলোতে থাকে লেখকদের ব্যক্তিগত মতামত। কিন্তু তাদের মন্তব্য কলামগুলো সবসময় এরকম গুটিকয় লেখকের কাছ থেকে আসে যা তাদের সম্পাদকীয় লাইনটা আসলে কী, সেটা ভালো করেই বুঝিয়ে দেয়। সূত্র : বিবিসি