Breaking
মঙ্গল. ডিসে ২, ২০২৫

২০২৪ এর আগে দরিদ্র দেশগুলোর ভ্যাকসিন না পাওয়ার শঙ্কা

নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোর ২০২৪ সালের আগে করোনাভাইরাসের ভ্যাকসিন না পাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স প্রকল্পের ব্যর্থতায় এ ঝুঁকি বেড়েছে বলে এ সংক্রান্ত একটি নথির বরাত দিয়ে আজ বুধবার রয়টার্স এ খবর জানায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স প্রকল্পের মাধ্যমে বিশ্বব্যাপী দরিদ্র ও মধ্যম আয়ের দেশগুলোতে করোনা ভ্যাকসিন সরবরাহের আন্তর্জাতিক পরিকল্পনা করা হয়েছিল। ২০২১ সালের মধ্যে এ প্রকল্পে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার ৯১টি দেশে দুই বিলিয়ন ডোজ ভ্যাকসিন সরবরাহ করার কথা ছিল।

তবে রয়টার্স কিছু অভ্যন্তরীণ নথি পর্যালোচনা করে জানিয়েছে, কোভ্যাক্স প্রকল্পের কর্তাব্যক্তিদের মতে তহবিলের অভাব, সরবরাহ ঝুঁকি ও চুক্তি সংক্রান্ত জটিলতার কারণে এ লক্ষ্য অর্জন অসম্ভব মনে হচ্ছে।

বিশ্বব্যাপী করোনা ভ্যাকসিন কার্যক্রমের জন্য সরকার, ওষুধ প্রস্তুতকারক, দাতা সংস্থা ও আন্তর্জাতিক সংস্থাগুলোর জোট গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশন (গ্যাভি) এর একটি নথিতে বলা হয়েছে, ‘একটি সফল কোভ্যাক্স প্রকল্প প্রতিষ্ঠায় ব্যর্থতার ঝুঁকি খুব বেশি বেড়ে গেছে।’ গ্যাভি কোভ্যাক্স প্রকল্পে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে কাজ করছে।

গ্যাভির এই প্রতিবেদন ও অন্যান্য নথিগুলো নিয়ে বর্তমানে গ্যাভি বোর্ড সভায় আলোচনা চলছে।

একটি নথিতে বলা হয়েছে, ‘এই ব্যর্থতার কারণে ২০২৪ সালের আগে দরিদ্র দেশগুলোর জনগণের জন্য করোনা ভ্যাকসিন সরবরাহ করা সম্ভব নাও হতে পারে।’

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *