গুয়াহাটি: পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ২৫ জুন বৃহস্পতিবার প্রকাশিত হবে আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিল (এএইচএসইসি) বা অসম উচ্চ মাধমিক শিক্ষা পরিষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষার ফলাফল। একই দিন তিন শাখা যথাক্রমে কলা, বিজ্ঞান এবং বাণিজ্যের ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিল (এএইচএসইসি) বা অসম উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ কর্তৃপক্ষ।
এদিন সকাল নয়টায় (৯:০০) পরিষদের ১৪টি ওয়েবসাইটে এক সঙ্গে প্রকাশ করা হবে ফলাফল। ফলাফল ঘোষণার পর পরীক্ষাৰ্থীরা সংশ্লিষ্ট বিদ্যালয় বা কলেজ থেকে ফলাফলের সঙ্গে মাৰ্কশিট এবং সাৰ্টিফিকেট সংগ্ৰহ করতে পারবে বলে জানানো হয়েছে। যে ১৪টি ওয়েবসাইটে ফলাফল প্ৰকাশ করা হবে সেগুলি –
www.ahsec.nic.in, www.asssamresult.in, www.schools9.com, www.results.shiksha, www.newsnation.in, www.newsstate.com, www.indiaResults.com, www.iResults.net, www.EduAssam.com, www.vidyavision.com, www.exametc.com, www.ExamResults.net/assam/, www.jagranjosh.com এবং www.assamresult.co.in
ওই সব ওয়েবসাইটে ছাত্ৰছাত্ৰীরা নিজেদের রোল এবং নম্বর টাইপ করে ফলাফল দেখার পাশাপাশি ডিজিটাল মাৰ্কশিটও ডাউনলোড করতে পারবে। এছাড়া শিক্ষা সাংসদ সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে খুব শীঘ্রই পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়ছেন অসম উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদের সচিব। করোনা পরিস্থিতির প্ৰতি লক্ষ্য রেখে সামাজিক দূরত্ব বজায় রেখে মাৰ্কশিট যাতে ছাত্রছাত্রীদের দেওয়া হয় সে ব্যাপারে কড়া ব্যবস্থা নিতেও নাকি শিক্ষা প্রতিষ্ঠানগুলির প্রধানদের নিৰ্দেশ দেওয়া হয়েছে।
অসম উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদের সচিবের কাছে জানা গেছে, চলতি শিক্ষাবৰ্ষে মোট ২,৩৬,৮০৯ জন শিক্ষাৰ্থী পরীক্ষায় অবতীৰ্ণ হয়েছে। এর মধ্যে কলা শাখায় ১,৭৫,১৭৫ জন, বিজ্ঞান শাখায় ৪০,৫৮৮ জন, বাণিজ্য শাখায় ১৮,১৭৮ জন এবং বৃত্তিমূলক শাখায় ৮৬৮ জন পরীক্ষাৰ্থী। রাজ্যের মোট ৭৭২টি পরীক্ষা কেন্দ্ৰে এবার পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।
প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল অসম উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ (এএইচএসএসএলসি) পরিচালিত ২০২০ শিক্ষাবর্ষের চূড়ান্ত পরীক্ষা। প্রথম দিন ইংরেজি বিষয়ের পরীক্ষার মাধ্যমে শুরু হয়েছিল। শেষ হয়েছে ১৪ মার্চ গাৰ্হস্থ্য বিজ্ঞানের পরীক্ষার মাধ্যমে। এসকেডি / অরবিন্দ