সাগরিকা দাস, তিনসুকিয়া: আজ পৌষ সংক্রান্তি। বাংলা বছরের পৌষ মাসের শেষ দিন। পঞ্জিকামতে বাংলা পৌষ মাসের শেষের দিন উদযাপিত হয় পৌষ সংক্রান্তি।
আজ বাঙালির ঘরে ঘরে পিঠা, পুলি বানানো হচ্ছে।
প্রতি বছর পৌষ সংক্রান্তির দিন আসামের তিনসুকিয়া জেলার মেহারেশ্বরী কালিবাড়িতে পৌষ মেলা হয়। খিঁচুড়ি, ভোগ প্রসাদের আয়োজন করা হয়।
শীতের তীব্রতার মধ্যেই ভক্তদের আগমন হয় এখানে। যদিও এই বছর তেমন শীত নেই।