গুয়াহাটি: মঙ্গলবার অনূর্ধ্ব-১৭ মহিলা ফুটবল বিশ্বকাপের পরিবর্তিত সূচি প্রকাশ করল ফিফা। নতুন সূচি অনুযায়ী ভারতীয় মহিলা দল আগামী বছর ১৭ ফেব্রুয়ারি উদ্বোধনী ম্যাচ খেলবে গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে।
অনূর্ধ্ব-১৭ মহিলা ফুটবল বিশ্বকাপ হওয়ার কথা ছিল চলতি বছর নভেম্বরে। কিন্তু করোনাভাইরাসের কারণে টুর্নামেন্টে স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নেয় ফিফা। মঙ্গলবার পরিবর্তিত সূচি প্রকাশ করে বিশ্বফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। নতুন সূচি অনুযায়ী অনূর্ধ্ব-১৭ মহিলা ফুটবল বিশ্বকাপ হবে ১৭ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত।
স্থানীয় আয়োজক কমিটির বিজ্ঞপ্তিতে ফিফা’র তরফে জানানো হয়েছে ‘বিশ্বকাপের ম্যাচগুলি হবে ভারতের পাঁচটি শহরে। এগুলি হল আমদাবাদ, ভুবনেশ্বর, গুয়াহাটি, কলকাতা ও নভি মুম্বই। এই পাঁচটি ভেন্যুতে ১৬টি দলের ৩২টি ম্যাচ হবে।’
নবি মুম্বইয়ে হবে ফাইনাল ও থার্ড-প্লেসড প্লে-অফ ম্যাচ। সেমিফাইনাল দু’টি হবে যথাক্রমে নবি মুম্বই ও ভুবনেশ্বরে। সেমিফাইনাল ম্যাচ দু’টি হবে ৩ মার্চ। তবে কোয়ার্টার ফাইনালগুলি হবে যথাক্রমে আমদাবাদ, নবি মুম্বই, ভুবনেশ্বর ও কলকাতা। শেষ আটের লড়াই হবে যথাক্রমে ২৭ ও ২৮ ফেব্রুয়ারি। উদ্বোধনের দিন দু’টি ম্যাচ হবে গুয়াহাটি ও ভুবনেশ্বরে।