- আদায় হয়েছে ২,৭১,৬৭,৮২৭ টাকা
ত্রিপুরা নিউজ ডেস্ক: ত্রিপুরা জাতীয় লোক আদালতে আজ শনিবার ৮৭৫২টি মামলার নিষ্পত্তি হয়েছে। তাতে ২ কোটি ৭১ লক্ষ ৬৭ হাজার ৮২৭ টাকা আদায় হয়েছে। প্রসঙ্গত, আজ ত্রিপুরায় এ বছরের চতুর্থ জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হয়েছে।
এ বিষয়ে ত্রিপুরা রাজ্য আইন সেবা আয়োগের সদ্যস সচিব জে দত্ত চৌধুরী জানিয়েছেন, এই লোক আদালতে মোট ৬৭ টি বেঞ্চে ১৬,৯৮৮ টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হয়েছিল। এর মধ্যে পূর্ববর্তী বিরোধ সংক্রান্ত মামলা ছিল ১১৭৬১টি। এছাড়া আদালতে বিচারাধীন ৫২২৭ টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হয়েছে।
এদিন তিনি আরও জানিয়েছেন, জাতীয় লোক আদালত উপলক্ষ্যে ত্রিপুরা উচ্চ আদালতে একটি বেঞ্চ গঠন করা হয়েছিল। সব মিলিয়ে সারা রাজ্যে ৬৭টি বেঞ্চ গঠন করা হয়েছিল। তাতে ৮৭৫২টি মামলার নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে পূর্ব বিরোধ সংক্রান্ত মামলা ৮১২২টি এবং আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ছিল ৬৩০টি। তিনি জানান, এদিন লোক আদালতে ২ কোটি ৭১ লক্ষ ৬৭ হাজার ৮২৭ টাকা আদায় হয়েছে।