স্টাফ রিপোর্টার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিবির সন্দেহে মাহমুদ হোসাইন (২৫) নামে এক শিক্ষার্থীকে মারধর করেছে ছাত্রলীগের কর্মীরা। সোমবার (৭ জানুয়ারি ) সোহরাওয়ার্দী হলে এ ঘটনা ঘটে।
মারধরের শিকার মাহমুদ হোসাইন দর্শন বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ছাত্র। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাহমুদ তার রুমে অবস্থান কালে ছাত্রলীগ কর্মীরা রুমে এসে মারধর শুরু করে এবং সারারাত তাকে কাপড় খুলে মেঝেতে ফেলে রাখে। সকালে তাকে ক্যম্পাসে না যাওয়ার শর্তে ছেড়ে দেয়া হয়।
মারধরের শিকার মাহমুদ বলেন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর প্রহসনের নির্বাচনের প্রতিবাদ করায় তারা আমাকে মেরেছে। দেশের মানুষের অধিকারের কথা বলা এবং দেশে সুষ্ঠ ভোটের চর্চা করার কথা বলার অধিকারটুকুও এখন আর নেই।
এ ব্যাপারে ছাত্রলীগের সাবেক উপগ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ইকবাল টিপু জানান, আমাদের কাছে যথেষ্ট তথ্য প্রমাণ আছে যে ছেলেটা শিবির করে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আলী আজগর চৌধুরী বলেন, মারধরের খবর আমরা পেয়েছি। ছাত্রটির বিরুদ্ধে সরকার বিরোধী বিভিন্ন কার্যকাপের অভিযোগ আছে। বিষয়টি আমরা দেখছি।’