- সহকারী অ্যাটর্নি জেনারেলসহ ৫ জন রিমান্ডে
- খোকন সভাপতি, সম্পাদক মঞ্জুরুল হক
ঢাকা, ১০ মার্চ: বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে ভোট গণনায় বহিরাগত যুবলীগ গুন্ডারা হামলা করেছে বলে জানা গেছে। তারা স্বতন্ত্র সম্পাদক প্রার্থী যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশের স্ত্রী নাহিদ সুলতানা যুথীর সমর্থক বলে অভিযোগ পাওয়া গেছে।
বহিরাগত যুবলীগ সন্ত্রাসীরা আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শাহ মঞ্জুরুল হকের সমর্থকদের মারধর করে। তারা সাইফ নামে এক সহকারি অ্যাটর্নি জেনারেলকে বেধড়ক পেটায়। তাকে মারার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
নির্বাচন পরিচালনায় যুক্ত এক আইনজীবী বলেন, ফজর নামাজের পরে আওয়ামী লীগ সমর্থক সাদা প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে প্রথমে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এরপরে যুবলীগের বহিরাগত সন্ত্রাসীরা বারে প্রবেশ করে আইনজীবীদের মারধর করেছে। এ সময় চাপের মুখে প্রধান নির্বাচন কমিশনার সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী নাহিদ সুলতানা যুথীকে জয়ী ঘোষণা করেন।
এদিকে ভোট গণনাকে কেন্দ্র করে হামলা ও মারধরের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার ৫ জনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। প্রত্যেক আসামিকে ৩ দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়া হয়েছে। রিমান্ডপ্রাপ্ত ৫ জন হলেন- সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল কাজী বশির আহমেদ, আইনজীবী ওসমান চৌধুরী, হাসানুজ্জামান, তরিকুল ইসলাম ও এনামুল হক। এদের মধ্যে আইনজীবী ওসমান চৌধুরী বিএনপি সমর্থক বাকিরা সরকার সমর্থক স্বতন্ত্র প্রার্থী এডভোকেট নাহিদ সুলতানা যুথীর সমর্থক। হত্যা চেষ্টার অভিযোগে করা ওই মামলায় আরও ৩০-৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২৫ সালের নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের প্রার্থী শাহ মঞ্জুরুল হক। সমিতির ১৪টি পদের মধ্যে বিএনপি সমর্থকরা আরও ৩টি কার্যকরী কমিটির সদস্য পদেও জয় লাভ করেছেন। অন্যদিকে দুটি সহসভাপতি, দুটি সহসম্পাদক, কোষাধ্যক্ষ ও আরও ৪টি কার্যকরী কমিটির সদস্য পদসহ মোট ১০ পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থক সাদা প্যানেলের প্রার্থীরা । রোববার রাত সোয়া ১টার দিকে সমিতির নির্বাচন পরিচালনা উপ-কমিটির আহ্বায়ক জ্যেষ্ঠ আইনজীবী আবুল খায়ের এ ফলাফল ঘোষণা করেন।
উল্লেখ্য, বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন নির্বাচনের ফলাফল বাতিল করে পুন:নির্বাচন দাবি করেছেন।