ত্রিপুরা নিউজ ডেস্ক: সেনাবাহিনীতে নতুন করে নিয়োগের জন্য অগ্নিপথ নামে একটি প্রকল্প আনার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। এর প্রেক্ষিতে শুক্রবার এই প্রকল্পের বিজ্ঞপ্তি জারি হওয়ার কথা। কিন্তু প্রথম থেকেই বিভিন্ন বামপন্থী দল এবং বামপন্থী মনোভাবাপন্ন বিভিন্ন সংগঠন ভারত সরকারের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করছে। তাদের অভিযোগ এই প্রকল্পের মাধ্যমে সেনাবাহিনীতে নিয়োগের ফলে একদিকে যেমন ভারত সামরিক দিক থেকে দুর্বল হয়ে পড়বে, তেমনি যুব প্রজন্ম সেনাবাহিনীতে যোগ দেওয়ার আগ্রহ হারিয়ে ফেলবে।
এমনকি যুব সম্প্রদায়কে এর মাধ্যমে চূড়ান্তভাবে অপমানিত করা হবে। ভারত সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে এবং সরকারকে অবিলম্বে এই সিদ্ধান্ত থেকে সরে আসার দাবি জানিয়ে এদিন দিল্লিতে প্রতিবাদ সংঘটিত করছে বিভিন্ন বামপন্থী দল এবং তাদের সমর্থিত শাখা সংগঠন।পাশাপাশি সারাদেশের এই সিদ্ধান্তের বিরোধিতায় প্রতিবাদ কর্মসূচি আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে।
তাই দেশের অন্যান্য জায়গার পাশাপাশি আগরতলাতে একাধিক বামপন্থী সংগঠন প্রতিবাদ মিছিলের আয়োজন করে। এদিন সংযুক্ত কিষান মোর্চার ত্রিপুরা রাজ্য কমিটি উপলক্ষে আগরতলায় এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি রাজধানীর মেলারমাঠ এলাকার ছাত্র-যুব ভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তার পরিক্রমা করে এবং আরএমএস চৌমনীতে গিয়ে শেষ হয়।
সবশেষে আরএমএস চৌমুহনীতে একটি সভার আয়োজন করা হয়। এদিন মিছিল এবং সবার নেতৃত্বে ছিলেন সংযুক্ত কিষান মোর্চার ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর। তিনি বলেন অবিলম্বে ভারত সরকারকে এই সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে। সেই সঙ্গে তিনি আরো বলেন সংযুক্ত কিষান মোর্চার তীব্র প্রতিবাদ করছে কারণ দেশের 90% সেনা জওয়ান হচ্ছে কৃষকের পরিবারের সন্তান। তাই তারা বিরোধিতা করছেন এবং বাতিলের দাবী করছেন।
এদিকে সিআইটিইউ’র ত্রিপুরা রাজ্য কমিটির তরফেও কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে এদিন আলাদা ভাবে আগরতলায় এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

