ত্রিপুরা নিউজ ডেস্ক: অল ত্রিপুরার ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠনের আত্মপ্রকাশে ঘটেছে৷ সোমবার আগরতলা প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে সংগঠনের আত্মপ্রকাশ ঘটে৷ রাজ্যের শিল্প উদ্যোগীদের উৎসাহিত করতে এবং বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে ও ত্রিপুরা মেনুফ্যাকচারার অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে৷ এজন্য আহ্বায়ক কমিটি তৈরি করে এবং এই সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন তারা৷
সংগঠনের মূল উদ্দেশ্য হলো রাজ্যে শিল্পের অগ্রগতি, বিভিন্ন শিল্প তৈরীর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ লাইসেন্সের ক্ষেত্রে সহায়তা, নতুন শিল্প স্থাপনের ক্ষেত্রে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সাবসিডি এর ক্ষেত্রে সহায়তা করা, এবং নতুন শিল্প স্থাপনের ক্ষেত্রে সহায়তা করা এবং শিল্প স্থাপনের মধ্য দিয়ে কর্মসংস্থান বৃদ্ধির ক্ষেত্রে রাজ্য সরকারকে সার্বিকভাবে সহায়তা করা৷ বিভিন্ন শিল্পক্ষেত্রকে ত্বরান্বিত করার জন্য নানা ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করবে সংগঠন৷
অল ত্রিপুরার ম্যানুফ্যাকচারার এসোসিয়েশন রাজ্যের সমস্ত ছোট, বড়, মাঝারি শিল্প উদ্যোগীদের সংগঠনে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছে৷ আগামী জুন মাসের সংগঠনের রাজ্য সম্মেলন সংঘটিত হতে যাচ্ছে৷ যেসকল শিল্পোদ্যোগীরা সংগঠনে যুক্ত হতে চান তাদেরকে সংগঠনের রাজ্য দপ্তরে যোগাযোগ করার জন্য আহ্বান জানানো হয়েছে৷