শিরোনাম
বুধ. জানু ১৪, ২০২৬

অসমের বোড়োল্যান্ড টেরিটরিয়াল রিজিওন-এর শপথ সমারোহে অংশ নেবেন ত্রিপুরার দুই মন্ত্রী

সন্দীপ / সমীপ, আগরতলা: অসমের বোড়োল্যান্ড টেরিটরিয়াল রিজিওন (বিটিআর)-এর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন ত্রিপুরার উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা এবং জনজাতি কল্যাণ মন্ত্রী মেবার কুমার জমাতিয়া সহ একাধিক জনজাতি নেতৃবৃন্দ। সোমবার বিকেলেই তাঁরা বিমানে গুয়াহাটি গিয়েছেন। আগামীকাল কোকড়াঝাড়ে ওই শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নেবেন তাঁরা।

প্রসঙ্গত, ইউনাইটেড পিপলস পার্টি লিবারেল (ইউপিপিএল)-এর সঙ্গে জোট গড়ে বিজেপি বোড়োল্যান্ড টেরিটরিয়াল রিজিওন (বিটিআর)-এর ক্ষমতা দখল করেছে। বিটিআর-এর মুখ্য কার্যনির্বাহী সদস্য হিসেবে আগামীকাল শপথ নেবেন ইউপিপিএল-এর সভাপতি তথা প্রাক্তন ছাত্রনেতা প্রমোদ বড়ো।

আজ ত্রিপুরা থেকে বিজেপি-আইপিএফটি জোট সরকারের দুই মন্ত্রী গুয়াহাটি উড়ে গেছেন। সূত্রের খবর, রাতেই নেডা-র আহ্বায়ক তথা অসমের মন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার সাথে ত্রিপুরার উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা বৈঠক করবেন। ত্রিপুরার সার্বিক পরিস্থিতি নিয়ে ওই বৈঠক বলে মনে করা হচ্ছে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *