ত্রিপুরা নিউজ ডেস্ক: সংযুক্ত কিষান মোর্চার ত্রিপুরা রাজ্য কমিটির ডাকে বুধবার আগরতলায় গণ অবস্থানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন সংযুক্ত কিষান মোর্চা ত্রিপুরার আহ্বায়ক পবিত্র কর, সি আই টি ইউর রাজ্য শাখার সম্পাদক শংকর দত্তসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সংযুক্ত কিষান মোর্চা ত্রিপুরার আহ্বায়ক পবিত্র কর কেন্দ্রীয় সরকারের লিখিত প্রতিশ্রুতির কথা উল্লেখ করে বলেন ন্যুনতম সহায়ক মূল্য নির্ধারণে আইন প্রণয়ন করার জন্য যে কমিটি গঠনের কথা ছিল তার অবয়ব কি হবে, কমিটির মেয়াদ কতদিনের হবে কমিটির গন্ডী কি আর পরিধি কি হবে সেটা নিয়ে বারবার জানতে চাওয়া হয়েছিল কিন্তু কেন্দ্রীয় সরকার সেই আবেদনে আজ পর্যন্ত সাড়া দেয়নি বলে অভিযোগ করেন।
তিনি বলেন এই রাজ্যের কৃষকদের অবস্থা ভয়াবহ, নেই সার, নেই জলসেচের ব্যবস্থা, এমন কি শতকরা ৮০ ভাগ জলসেচের ব্যবস্থা ভেঙে পড়েছে। এই অবস্থায় কৃষকরাই নিজেদের, রাজ্যের ও দেশের স্বার্থে রাস্তায় নেমে বোঝাবে কৃষকদের প্রতি এই অন্যায় মেনে নেওয়া হবে না। একই সাথে তিনি বলেন সংযুক্ত কিষান মোর্চা বিস্ময়ের সাথে লক্ষ্য করছে যে লখিমপুর খেরি মামলায় প্রমান লোপাটের জন্য প্রধান সাক্ষীদের আক্রমণ করা হয়েছিল।
আর এই ঘটনা বারবার ঘটেছে কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে আশিস টেনির জামিনে মুক্তির পরেই। সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে ঐ অভিযুক্তের জামিন বাতিল হয়েছে তাতে তিনি সন্তোষ প্রকাশ করেন। স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুযায়ী ন্যুনতম সহায়ক মূল্যের নিশ্চয়তা আইন পাশ করাতেই হবে। ক্ষমা চেয়ে যে কাজ করার কথা ছিল সেটা ভারত সরকার করছে না। রেগার ন্যুনতম মজুরি ছশ টাকা দিতে হবে। কৃষকদের অবাঞ্ছিত ভাবার কেন্দ্রীয় সরকারের সমস্ত চক্রান্ত সংযুক্ত কিষান মোর্চা রুখবে বলে প্রত্যয় ব্যক্ত করেন পবিত্র কর।
সভায় বক্তব্য রাখতে গিয়ে সি আই টি ইউর রাজ্য শাখার সম্পাদক শংকর দত্ত বলেন এটা প্রমাণিত হয়েছে বহুবার, যে সংগঠিত আন্দোলন করলে তাকে ক্ষমতাসীনরা ভয় পায়। শুধুমাত্র কৃষক আন্দোলন নয় ব্যাঙ্ক ও জীবন বীমার মোট ৬২ দিনের ধর্মঘট দেখিয়েছে কি ভাবে সংগঠিত আন্দোলন ক্ষমতাসীনদের ব্যাকফুটে নিতে পারে তা নাহলে ব্যাঙ্ক ও বীমা এতদিনে বেসরকারি হয়ে যেতো বলে তিনি মন্তব্য করেন।





