হাবিবুর রহমান: বাংলাদেশের আখাউড়া ও আগরতলার মধ্যে দীর্ঘদিন বন্ধ ছিল রেলপথ। দুই দেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক এবং যোগাযোগ ব্যবস্থাকে আরো উন্নত করতে পুনরায় চালু হচ্ছে আখাউড়া-আগরতলা রেলপথ। বর্তমানে ডুয়েলগেজ রেললাইন নির্মাণ কাজ পুরোদমে চলছে। দৃশ্যমান হয়েছে ভারত-বাংলাদেশের বহুল প্রত্যাশিত এই রেলপথ। আগামী মার্চ মাসের দিকে আগরতলা থেকে বাংলাদেশের আখাউড়ার মধ্যে রেলপথ নির্মাণের কাজ শেষ হবে।
২৪০ কোটি ৯০ লাখ ৬৩ হাজার ৫০১ টাকা ব্যায়ে নির্মিত হচ্ছে আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেললাইন। সাড়ে ১০ কিলোমিটার দৈর্ঘ্যের প্রকল্পের কাজ করছে ভারতীয় ঠিকাদারী প্রতিষ্ঠান টেক্সমেকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড।
ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী ঢাকায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাথে সাক্ষাৎ করেন। এসময় ভারত-বাংলাদেশের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য বাড়াতে আখাউড়া-আগরতলা রেল রুট দ্রুত চালু করা হবে। প্রতিবেশী দেশগুলোর মধ্যে সংযোগ বাড়ানো হলে ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগের উন্নতি হবে। বাংলাদেশ-ভারতের মধ্যেকার সম্পর্ক নতুন মাত্রা লাভ করেছে। দু’দেশের মধ্যে ব্যবসা, বাণিজ্য ও পর্যটন খাতে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে।
রেলপথ মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বলেন, ইতিমধ্যেই আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেললাইন ৫০ শতাংশ কাজ শেষ হয়েছে। ভারতের অর্থায়নে আখাউড়া-আগরতলা রেলপথ হচ্ছে। এটার জন্য বাংলাদেশের কোনো টাকা লাগছে না। এর সাথে স্টেশন ভবন এবং কাস্টমস্ ভবনসহ অন্যান্য যেসব স্থাপনা প্রয়োজন সেসব স্থাপনা করছে।

