শিরোনাম
বুধ. জানু ১৪, ২০২৬

আগরতলা ও চট্রগ্রামের মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালুর সিদ্ধান্ত

ত্রিপুরা নিউজ ডেস্ক: ত্রিপুরার আগরতলা এবং বাংলাদেশের চট্রগ্রামের মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালু করার সিদ্ধান্ত হয়েছে। ত্রিপুরা রাজ্যের মন্ত্রিসভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রিসভার বৈঠকের পর মঙ্গলবার সাংবাদিক সম্মেলনকরে একথা জানিয়েছেন ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী।

তিনি বলেন ভারত সরকারের উড়ান প্রকল্পের অধীনে সপ্তাহে তিন দিন আগরতলা এবং চট্টগ্রামের মধ্যে প্রাথমিক ভাবে সরাসরি বিমান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য মন্ত্রিসভা এই সিদ্ধান্ত নেওয়ার আগে ভারত সরকারের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রকের সঙ্গে এই বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন।

আন্তর্জাতিক এই রুটে উড়ান পরিষেবা পরিচালনার জন্য ত্রিপুরা সরকারকে প্রায় ১৫কোটি টাকার মত ভর্তুকি দিতে হতে পারে প্রাথমিক অবস্থায় বলেও জানিয়েছেন মন্ত্রী।

ভর্তুকির পরিকল্পনা এই কারণে নেওয়া হয়েছে যদি প্রথমে পর্যাপ্ত যাত্রী না হয় তবে এই খরচ ভর্তুকির মাধ্যমে বহন করবে সরকার। প্রাথমিকভাবে ভাড়া নির্ধারণ করা হয়েছে সাড়ে চার হাজার টাকা প্রতি যাত্রী পিছু।

রাজ্য সরকারের এই সিদ্ধান্তের ফলে গুয়াহাটি ও মণিপুরের পর আগরতলার এমবিবি এয়ারপোর্ট হয়ে উঠল উত্তর পূর্ব ভারতের তৃতীয় আন্তর্জাতিক বিমানবন্দর।

পাশাপাশি রাজ্যমন্ত্রী সভায় আরো কিছু সিদ্ধান্ত হয়েছে। এগুলি হলো রাজ্যে গ্রাম উন্নয়ন দপ্তরে নতুন করে আরো চারটি সার্কেল, ছয়টি ওয়ার্কিং ডিভিশন এবং উনিশটি আর ডি সাব ডিভিশন গঠন করার।

গ্রাম উন্নয়ন দপ্তরের ইঞ্জিনিয়ারিং শাখা এগুলো স্থাপন করবেন বলে মন্ত্রিসভার বৈঠক শেষে জানিয়েছেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। বর্তমানে রাজ্য সরকারের গ্রাম উন্নয়ন দপ্তরের মাধ্যমে ১ হাজার কোটি টাকার বেশি উন্নয়নমূলক কাজ হচ্ছে।

রাজ্যের এডিসি ভিলেজ গুলিতে বসবাসকারী ছেলেমেয়েদের সুবিধার জন্য রাজ্য জুড়ে ৩০০ টি কিন্ডার গার্ডেন সেন্টার চালু করা হবে। এগুলো পরিচালনা করবে উপজাতি কল্যাণ দপ্তর। এই সেন্টারগুলি শিক্ষকদের ২১৫ টাকা প্রতিদিন হিসেবে দেওয়া হবে।

৩০০জন শিক্ষক নিয়োগ করা হবে। সমাজকল্যাণ দপ্তর রাস্তায় বসবাসকারী ছেলে মেয়েদের বিভিন্ন হোমে পাঠানোর ব্যবস্থা করা হবে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *