আগরতলা: আগামীকাল বুধবার পুর নিগমের নব নির্বাচিত সদস্য ও সদস্যা, মেয়র, ডেপুটি মেয়র এবং মেয়র-ইন-কাউন্সিলের শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মেয়র পদে দীপক মজুমদার এবং ডেপুটি মেয়র পদে মনিকা দাস দত্ত শপথ নেবেন।
প্রসঙ্গত, আগরতলা পুর নিগমে ৫১টি আসনে সবকটিতেই বিজেপি প্রার্থীরা জয়ী হয়েছেন। মেয়র পদে বিজেপি দীপক মজুমদারকে বাছাই করেছেন। কারণ, তিনি ইতিপূর্বে আগরতলা পুর সভার পুর পিতার দায়িত্ব সামলেছেন।
পুর নিগমের কমিশনার দেবপ্রিয় বর্ধণ জানিয়েছেন, আগামীকাল দুপুর ১২টায় আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ১নং হলে আগরতলা পুর নিগমের নব নির্বাচিত সদস্য ও সদস্যা, মেয়র, ডেপুটি মেয়র এবং মেয়র-ইন-কাউন্সিলের শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ওই শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ ত্রিপুরা মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত থাকবেন। এছাড়াও সমাজের বিশিষ্ট ব্যক্তিরাও ওই শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেবেন।
প্রথা অনুযায়ী প্রথমে নিগমের নব নির্বাচিত সদস্য ও সদস্যাগণ শপথ নেবেন। তারপর তাঁরা সর্বসম্মতিক্রমে মেয়র নির্বাচন করবেন। মেয়র শপথ নেওয়ার পর তিনি ডেপুটি মেয়র এবং মেয়র-ইন-কাউন্সিলের গঠন করবেন এবং তাঁদের শপথ বাক্য পাঠ করাবেন।