শিরোনাম
বৃহঃ. জানু ১৫, ২০২৬

আগামী বছরের মধ্যে ত্রিপুরা-বাংলাদেশ সীমান্ত পুরোপুরি বেড়া দেওয়া হবে: বিএসএফ আইজি

ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআইয়ের এক খবরে বলা হয়েছে, ‘ভারত-বাংলাদেশ সীমান্তের ত্রিপুরার অংশ আগামী বছরের মধ্যে সম্পূর্ণভাবে বেড়া দেওয়া হবে বলে জানিয়েছেন বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) ত্রিপুরা ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল সুশান্ত কুমার নাথ। শনিবার তিনি বলেছেন, উত্তর-পূর্ব ভারতের সঙ্গে বাংলাদেশের ৮৫৬ কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমান্তের ৮০-৮৫ শতাংশ ইতিমধ্যেই বেড়া দেওয়া হয়েছে।

শনিবার আগরতলায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘গত বছর ত্রিপুরার পূর্ব সেক্টরে উল্লেখযোগ্যভাবে বেড়া নির্মাণের কাজ করা হয়েছে এবং ৩১ কিলোমিটার উন্মুক্ত সীমান্তের বেড়া নির্মাণকে অগ্রাধিকার দেয়া হচ্ছে।

তিনি বলেন, ‘সীমান্তে রাতে চোরাচালান ও অপরাধ নিয়ন্ত্রণে ফ্লাডলাইট স্থাপনের কাজও চলছে।’

ত্রিপুরায় বিদ্রোহ দমনে বিএসএফের কৃতিত্ব তুলে ধরে তিনি বলেন, ‘২০১৭ সাল থেকে এ পর্যন্ত নিষিদ্ধ সংগঠন ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অব ত্রিপুরার (এনএলএফটি) ৩১ জন বিএসএফর কাছে আত্মসমর্পণ করেছে। আজও আরও দুই জঙ্গি আত্মসমর্পণ করেছে। তাদের মধ্যে একজন বিদ্রোহীদের অস্ত্র প্রশিক্ষক।’

বিএসএফের আইজি সাংবাদিকদের আরও জানান, গত বছর অনুপ্রবেশের দায়ে ২১৮ জন বাংলাদেশিকে আটক করা হয়েছে এবং ৩৫.৬৪ কোটি টাকার মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *