অপেক্ষার অবসান। নিয়ম মেনে জুনে মাঝামাঝি সময়ের মধ্যেই বর্ষা ঢুকল বঙ্গে। বর্ষা যে দরজায় কড়া নাড়ছে তার ইঙ্গিত কয়েকদিন আগেই দিয়েছিল আবহাওয়া দপ্তর। প্রাক বর্ষার বৃষ্টিও শুরু হয়েছিল রাজ্যজুড়ে। তবে ১২ জুন, শুক্রবার পাকাপাকিভাবেই প্রবেশ করল বর্ষা।রাজ্যজুড়ে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আগরতলা, উদয়পুর, মেলাঘর অতিক্রম করেছে। বেশ কিছু জায়গাশ ঢুকে পড়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই বায়ু ঢুকে পড়বে সব জেলায় । সাধারণত আগরতলা দিয়েই বর্ষা প্রবেশ করে রাজ্যে।
আগরতলা সহ শনিবার সারাদিন মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্তভাবে কয়েক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭.১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। বৃষ্টির কারণে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি সেলসিয়াস নিচে নেমে গিয়েছে। আজ ২৯.৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮৭ থেকে ৯৭ শতাংশ। আগামী ৪৮ ঘণ্টায় এই দুই উপকূলেও বৃষ্টির সম্ভাবনা।