শিরোনাম
বুধ. জানু ১৪, ২০২৬

আজ থেকে চালু হচ্ছে আগরতলা টু আখাউড়া রেলপথ

ত্রিপুরা নিউজ ডেস্ক: আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেলপথের উদ্বোধন হবে আজ বুধবার।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বেলা ১১টায় ভার্চুয়ালি এই রেলপথের উদ্বোধন করবেন।

অবশ্য প্রথম অবস্থায় পণ্যবাহী ট্রেন এবং পরে যাত্রীবাহী ট্রেন চালানো হবে এই রুটে। জানিয়েছেন, প্রকল্প পরিচালক আবু জাফর মিয়া।

এখন সময় অনেক বাঁচবে। অর্থ তো বাঁচবেই। জানা যায়, ট্রেনে ভারতের আগরতলা থেকে কলকাতা পর্যন্ত দূরত্ব হচ্ছে প্রায় ১ হাজার ৬০০ কিলোমিটার, যা পাড়ি দিতে সময় লাগে ৩১ থেকে ৩৬ ঘণ্টা।

এবং বর্তমানে আগরতলা থেকে আখাউড়া হয়ে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে কলকাতা যাতায়াতে দূরত্ব আর সময় সবটাই কম লাগবে। কলকাতা যেতে মাত্র সময় লাগবে ১০ ঘণ্টা।

এই প্রকল্পের উদ্বোধনে আরও অনেক কম সময়ে বাংলাদেশ থেকে কলকাতায় আসা যাবে ট্রেনে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *