শিরোনাম
বুধ. জানু ১৪, ২০২৬

আরও দু’জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৯

আগরতলা: ত্রিপুরায় করোনা আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তবে স্বস্তির খবরও রয়েছে।

ত্রিপুরায় ২৪ ঘণ্টায় ২৫৫ জন করোনা আক্রান্ত সুস্থ হয়েছেন। তাতে দেখা যাচ্ছে, আক্রান্তের তুলনায় সুস্থ হওয়ার সংখ্যা এখনও বেশি। মৃতের সংখ্যাও আজ গত কয়েকদিনের তুলনায় কম হয়েছে। ত্রিপুরায় এখন পর্যন্ত ২৭,০৩৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ২২,১০৮ জন সুস্থ হয়েছেন। বর্তমানে ৪,৬০১ জন সক্রিয় করোনা আক্রান্ত রয়েছেন।


গত ২৪ ঘণ্টায় ত্রিপুরায় ১২৯৯ জনের কোভিড-১৯ নমুনা পরীক্ষা করা হয়েছিল। তাঁদের মধ্যে ১৫৯ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে। এদিকে, ২৪ ঘণ্টায় আরও দুজন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। তাতে ত্রিপুরায় এখন পর্যন্ত করোনা সংক্রমণে ২৯৮ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে ত্রিপুরায় করোনা আক্রান্তের হার ৬.৭৬ শতাংশ। অন্যদিকে সুস্থতার হার ৮১.৮৫ শতাংশ। তবে, মৃতের হার সামান্য বদল হয়েছে। বর্তমানে মৃতের হার বেড়ে হয়েছে ১.১ শতাংশ।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *