ত্রিপুরা নিউজ ডেস্ক: বিক্ষিপ্ত হিংসার ঘটনা এবং বিরোধীদের আনা নানা অভিযোগের মধ্যে শেষ হলো ত্রিপুরা রাজ্যের চারটি আসনের ভোট গ্রহণ প্রক্রিয়া। নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুসারে বৃহস্পতিবার সকাল সাতটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোটগ্রহণ প্রক্রিয়া চলে।
তবে কিছু কিছু ভোটগ্রহণ কেন্দ্রে বিকাল চারটার পরও ভোটাররা উপস্থিত থাকায় নির্ধারিত সময়ের পরে পর্যন্ত ভোট নেওয়া হয়। এছাড়া কয়েকটি কেন্দ্রে ইভিএম এর যান্ত্রিক ক্রটি থাকার কারণে নির্ধারিত সময়ের পরেও ভোট নেওয়া হয় বলে জানা গিয়েছে। নির্বাচন কমিশন প্রাথমিক ভাবে ভোটের হারের যে রিপোর্ট প্রকাশ করেছে তাতে চারটি বিধানসভা আসনে ভোট পড়েছে ৭৬. ৬২শতাংশ।
বিধানসভা কেন্দ্রের হিসাবে, ৬নং আগরতলা বিধানসভা কেন্দ্রে ভোট পড়েছে ৭৬.৭২শতাংশ। ৮ নং টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রে ভোট পড়েছে ৬৯. ৫৪ শতাংশ। ৪৬নং সুরমা বিধানসভা কেন্দ্রে ভোট পড়েছে ৮০ শতাংশ এবং ৫৭নং যুবরাজের বিধানসভা কেন্দ্রে ভোট পড়েছে ৮০. ৪১ শতাংশ।
ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পর ইভিএম গুলিকে সিলগালা করে ভোট কর্মীরা নির্দিষ্ট স্ট্রং রুমে জমা করেন। এই কদিন ভোট বন্দি ইভিএম গুলি কঠোর নিরাপত্তার মধ্যে সুরক্ষিত থাকবে এবং ২৬ জুন গণনার দিন স্ট্রং রুম থেকে বের করে গণনা করা হবে।