ত্রিপুরা নিউজ ডেস্ক: দৈনিক মজুরি বৃদ্ধি, বকেয়া বেতন পরিশোধ সহ একাধিক দাবিতে সরব হয়েছেন বনমিত্র কর্মীরা। পরর্বতীতে তাঁরা বন দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করেছেন।
জনৈক কর্মী জানিয়েছেন, ২০২১ সালে বনদপ্তরের অধীনে প্রায় ৬০০ জন বনমিত্র কর্মী নিয়োগ করা হয়েছিল। তৎকালীন সময়ে ১০ দিনের কাজ হত। তখন দৈনিক মজুরি ২১২ টাকা করে দেওয়া হত। পরর্বতী সময়ে তাদের চাকুরীর মেয়াদ ২০ দিন করা হয়েছে। এখন তারা দৈনিক ২২৬ টাকা করে পান। এই নূন্যতম বেতনে তাঁদের সংসার চালাতে হচ্ছে।
তাঁদের অভিযোগ, তিন মাস ধরে বেতন পাচ্ছেন না। ফলে আর্থিক দিক দিয়ে সমস্যায় পড়তে হচ্ছেন তাদের। তাই এরই বিরুদ্ধে সরব হয়েছেন তারা। তাদের দাবি, দৈনিক মজুরি বৃদ্ধি, বকেয়া বেতন পরিশোধ, কর্মীদের পোশাক প্রদান করাী দাবি জানিয়েছেন। তাঁদের দাবি পূরণ করা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুশিয়ারী দিয়েছেন।