শিরোনাম
বুধ. জানু ১৪, ২০২৬

এক বছর বেতনের ৩০ শতাংশ কম নেবেন রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা: করোনা-র প্রকোপে উদ্ভূত পরিস্থিতিতে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন ত্রিপুরার রাজ্যপাল রমেশ বৈস৷ গত এপ্রিল থেকে এক বছরের প্রাপ্য বেতনের ৩০ শতাংশ কম নেবেন বলে তিনি সিদ্ধান্ত নিয়েছেন৷ এছাড়া, রাজভবনের ব্যয় কমিয়ে মানুষের আর্থিক সমস্যা দূর করার কাজে ব্যবহারের নির্দেশ দিয়েছেন তিনি৷

এ-বিষয়ে রাজভবন থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কোভিড-১৯ সংক্রান্ত ত্রাণের কাজে আরও বেশি সম্পদের যাতে ব্যবস্থা করা যায় সেই লক্ষ্যে রাজভবন কিছু বিশেষ পদক্ষেপ নিয়েছে৷ তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রাজ্যপাল রমেশ বৈস এপ্রিল, ২০২০ থেকে শুরু করে এক বছরের জন্য প্রাপ্য বেতনের ৩০ শতাংশ কম নেবেন৷ তাছাড়া ব্যয় কমিয়ে, সম্পদের যথাযোগ্য ব্যবহার করে যে টাকা সাশ্রয় হবে তা যেন কোভিড-১৯ জনিত সৃষ্ট সাধারণ মানুষের আর্থিক সমস্যা দূর করার কাজে লাগানো যায় সেজন্য রাজ্যপালের রাজভবন প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন তিনি৷

এই উদ্যোগের অঙ্গ হিসেবে সিদ্ধান্ত হয়েছে, ২০২০-২১ অর্থবছরে রাজভবনে কোনও নতুন বড় কাজ হাতে নেওয়া হবে না, শুধুমাত্র চলতি কাজগুলি সম্পূর্ণ করা হবে৷ একমাত্র বর্তমান সম্পদের রক্ষণাবেক্ষণ জরুরি কাজ ছাড়া অন্যান্য মেরামতের কাজ কমিয়ে আনা হবে৷ ব্যয় কমাতে এবং সামাজিক দূরত্ব সংক্রান্ত নিয়ম পালনের উদ্দেশ্যে রাজ্যের অভ্যন্তরে বিভিন্ন জায়গায় ভ্রমণের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমানো হবে৷

এছাড়া, অ্যাট হোম অনুষ্ঠান ও স্টেট ব্যাংকুয়েটের মতো অনুষ্ঠানে ব্যয় কমানো হবে৷ সেজন্য সামাজিক দূরত্ব বজায় রাখার লক্ষ্যে অতিথির তালিকা কমানো, সাজসজ্জায় ব্যবহৃত ফুলের পরিমাণ কমানো, খাদ্য তালিকা যথাসম্ভব সীমিত করা ইত্যাদি ব্যবস্থা নেওয়া হবে৷ তবে এটা লক্ষ্য রাখা হবে যাতে রাজভবনের খরচ কমাতে গিয়ে আউটসোর্সিং বা চুক্তির মাধ্যমে নিযুক্ত কর্মচারীদের জন্য যেন সহায়তা বন্ধ না হয় এবং দরিদ্র জনগণের জন্য রাজভবনের তরফে নেওয়া কল্যাণমূলক কাজ যেন ব্যাহত না হয়৷

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *