শিরোনাম
বৃহঃ. জানু ১৫, ২০২৬

কিশোরী সুচিতা অভিযান-এর অনুমোদন ত্রিপুরা মন্ত্রিসভায়, স্কুলপড়ুয়া ছাত্রীদের বিনামূল্যে দেওয়া হবে সেনিটারি ন্যাপকিন

সন্দীপ / সমীপ, আগরতলা: স্কুলপড়ুয়া ছাত্রীদের বিনামূল্যে সেনিটারি ন্যাপকিন দেবে ত্রিপুরা সরকার। তার জন্য কিশোরী সুচিতা অভিযান প্রকল্পের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আপাতত তিন বছরের জন্য শুরু হচ্ছে এই প্রকল্প। এতে খরচ হবে ৩ কোটি ৬১ লক্ষ ৬৩ হাজার ২৪৮ টাকা।

এ বিষয়ে আজ বুধবার সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা সরকারের মুখপাত্র শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, বাজেট ভাষণে স্কুলপড়ুয়া ছাত্রীদের সু-স্বাস্থ্যের জন্য বিনামূল্যে সেনিটারি ন্যাপকিন দেওয়ার প্রতিশ্রুতি ছিল। আজ ত্রিপুরা মন্ত্রিসভা তাতে অনুমোদন দিয়েছে। তিনি বলেন, খোলা বাজারে ১ প্যাকেট সেনিটারি ন্যাপকিনের জন্য খরচ করতে হয় ২৮-৩৫ টাকা। কিন্ত, আশাকর্মী-রা জাতীয় স্বাস্থ্য মিশন থেকে প্রতি প্যাকেট ৫ টাকা দরে কিনে ৬ টাকা দরে বিক্রি করে থাকেন। তাই এখন ত্রিপুরা সরকারও জাতীয় স্বাস্থ্য মিশনের কাছ থেকে সেনেটারি ন্যাপকিন ক্রয় করবে।

তিনি বলেন, ত্রিপুরায় বিদ্যালয় শিক্ষা দফতরের অধীনে ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মোট ১ লক্ষ ৬৮ হাজার ২৫২ জন ছাত্রী রয়েছেন। তাঁদের চলতি অর্থ বছর থেকে শুরু করে তিন বছর বিনামূল্যে সেনিটারি ন্যাপকিন দেবে ত্রিপুরা সরকার। তাঁর কথায়, সরকারি, সরকারি অনুদানপ্রাপ্ত, বেসরকারি এবং কেন্দ্রীয় বিদ্যালয়ের ছাত্রীদের বিনামূল্যে সেনিটারি ন্যাপকিন দেওয়ার জন্য কিশোরী সুচিতা অভিযান শুরু হচ্ছে ত্রিপুরায়। আজ মন্ত্রিসভা এই প্রকল্পে অনুমোদন দিয়েছে। তাতে মোট তাতে খরচ হবে ৩ কোটি ৬১ লক্ষ ৬৩ হাজার ২৪৮ টাকা, বলেন মন্ত্রী নাথ।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *