সন্দীপ / সমীপ, আগরতলা: কৃষক আন্দোলনের নামে কমিউনিস্টরা ভুল বোঝাচ্ছেন। বামেদের এভাবেই নিশানা করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি কটাক্ষের সুরে বলেন, ত্রিপুরায় কৃষকদের উপকারের অছিলায় শুধু মিছিলে হাঁটানো হয়েছে।
বুধবার মুখ্যমন্ত্রী ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ আয়োজিত কৃষক সম্মেলনে অংশগ্রহণ করে বলেন, ২৫ বছর ধরে ত্রিপুরার কৃষকদের পিছিয়ে রেখেছিল কমিউনিস্টরা। কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর ত্রিপুরার কৃষকরা স্বাভিমানী হয়েছেন। তাঁর দাবি, আজকে কৃষক আন্দোলনের নামে কমিউনিস্টরা ভুল বোঝাচ্ছেন। কারণ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার কৃষকদের স্বার্থেই আইন প্রণয়ন করেছে। অথচ, এই আইনের ভুল ব্যাখ্যা করা হচ্ছে।
তিনি বামেদের নিশানা করে বলেন, ত্রিপুরায় শুধু আন্দোলনের নামে কৃষকদের নিয়ে লাইন লম্বা করেছিল পূর্বতন সরকার। কিন্তু তাঁদের জন্য ন্যূনতম সহায়ক মূল্য বলবত্ করেনি। তাঁর কটাক্ষ, আগে কৃষকদের থেকে ধান কিনে বলা হতো পরে টাকা দেবে। কিন্তু এখন কৃষকরা বলেন, আগে টাকা দিন তার পর ধান দেব। তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কৃষক সম্মান নিধি প্রকল্পে ত্রিপুরার হাজার হাজার কৃষক বছরে ছয় হাজার করে টাকা পাচ্ছেন। সাথে তিনি উষ্মা প্রকাশ করে বলেন, কমিউনিস্টদের ২৫ বছরে কৃষিতে বৃদ্ধির হার ছিল ৬.৪ শতাংশ। বিজেপি-আইপিএফটি জোট সরকার ক্ষমতায় আসার আড়াই বছরে তা বেড়ে হয়েছে ১৩.৫ শতাংশ।
এদিন তিনি দাবি করেন, অতীতে কমলপুরের এলাচি লেবু পচে যেত। কারণ তা বাণিজ্যিকিকরণে উদ্যোগ পূর্বতন সরকারের ছিল না। এখন কমলপুরের সেই লেবু দুবাই পৌঁছে যাচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রীদের কাছে পৌঁছে গিয়েছে ত্রিপুরার কুইন আনারস। ফলে, আনারস ও এলাচি লেবু বিক্রি করে কৃষকরা উপকৃত হচ্ছেন। তিনি এদিন সমস্ত কার্যকর্তাদের উদ্দেশ্যে আবেদন জানান, সকলে মিলে মানুষের কাছে গিয়ে সরকারের কাজ সম্পর্কে জনগণকে অবগত করুন।