শিরোনাম
বৃহঃ. জানু ১৫, ২০২৬

গত চার বছরে ত্রিপুরায় ২৪ জন বামফ্রন্ট নেতা খুন হয়েছে বলে অভিযোগ

ত্রিপুরা নিউজ ডেস্ক: রাজনৈতিক খুনের অভিযোগে ত্রিপুরা উত্তাল, পথ অবরোধ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হলো। ত্রিপুরার দক্ষিণ জেলার বিলোনিয়া মহকুমার রাজনগর এলাকার বাসিন্দা সিপিআই(এম) দলের কর্মী এবং তাদের সমর্থিত বিভিন্ন শাখা সংগঠনের নেতা বেণু বিশ্বাসের রহস্য জনক ভাবে মৃত্যু হয়। গতকাল রাতে স্থানীয় কমলপুর বাজারে গেলে তাঁকে খুন করা হয় বলে অভিযোগ।

এই খুনের ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতিদের অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার সকালে কমলপুর এলাকার সড়ক অবরোধ করে তার আত্মীয় পরিজন এবং এলাকাবাসী। রাস্তা অবরোধের কারণে সমস্যায় পড়েন এই রাস্তা দিয়ে চলাচলকারী লোকজনসহ যানবাহন। পরে স্থানীয় পুলিশের তৎপরতায় রাস্তা অবরোধ মুক্ত হয়।

অপরদিকে এই ঘটনার নিন্দা জানিয়ে সিপিআইএম দলের পশ্চিম জেলা কমিটির তরফ আগরতলায় বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। এদিন দুপুরে মিছিল শুরুর আগে সিপিআইএম দলের পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস অভিযোগ করেন বামফ্রন্ট নেতা বেণু বিশ্বাস স্থানীয় কমলপুর বাজারে গেলে শাসক দল বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা সঙ্ঘবদ্ধ আক্রমণ চালায়। তাদের এই নির্মম আক্রমণের ফলে বেণু বিশ্বাসের মৃত্যু হয়।

পরে অন্যান্য লোকজন তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে এদিন তাঁরা বিক্ষোভ মিছিলের আয়োজন করেছেন। মিছিল থেকে আওয়াজ তোলা হয় বেনু বিশ্বাসের খুনিদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তিনি আরো অভিযোগ করেন ত্রিপুরা রাজ্যে গত চার বছরে সভ্যতা এবং মানবতাবিরোধী বর্বর আক্রমণ চলছে। রাজ্যে গণতন্ত্র নেই, মানুষের বাঁচার অধিকার বিপন্ন। এখানে সংবিধান অচল আইনের শাসন নেই, রাজ্যে নৈরাজ্যের শাসন প্রতিষ্ঠা করেছে বিপ্লব দেবের সরকার।

গত চার বছরে রাজ্যে ২৪জন সিপিআইএম নেতা খুন হয়েছেন। এই সব খুনের সঙ্গে জড়িত একজন দুষ্কৃতীর শাস্তি হয়নি। রাজ্যে সংবিধান প্রদত্ত মানুষের যে অধিকার দেওয়া হয়েছে এগুলো কার্যকর করতে হবে। পুলিশকেও সাংবিধানিক দায়িত্ব পালন করতে হবে। রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য সকল অংশের মানুষের আহ্বান প্রার্থনা করেন তিনি। রাজ্য থেকে বর্বরোচিত যুগের অবসান করারও দাবি জানান তিনি।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *