গুয়াহাটি: কামরূপ মহানগরের জেলা ম্যাজিস্ট্রেট বিশ্বজিৎ পেগু জানিয়েছেন, গণ-সংক্রমণ রুখতে গুয়াহাটিতে ফের জারি করা হয়েছে সম্পূর্ণ লকডাউন। তবে সমগ্র গুয়াহাটি নয়, ১১ ওয়ার্ডে গত রাত নয়টা (৯:০০) থেকে শুরু হয়েছে এই সম্পূ্র্ণ লকডাউন।
সাংবাদিকদের ডেকে আয়োজিত বৈঠকে জেলাশাসক বিশ্বজিৎ পেগু বলেন, আগামী ১৪ দিনের জন্য মহানগরের ১১টি ওয়ার্ডে লকডাউন বলবৎ হবে। প্রথমে সাতটি ওয়ার্ডে লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু করোনার গণ-সংক্রমণ রুখতে এই সংখ্যা বাড়িয়ে ১১ করা হয়েছে। আগের চেয়ে এবারের লকডাউন কঠোর হবে। নিয়মিত চলবে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর টহল।
তবে লকডাউনের আওতাভুক্ত এলাকায় কড়া বিধিনিষেধের মধ্যে অত্যাবশ্যক সামগ্ৰীর দোকান, জরুরিকালীন পরিষেবা, ফলমূল, শাক-সবজি এবং দুধের দোকান খোলা থাকবে বলে জানান জেলাশাসক। জরুরিকালীন পরিষেবা ছাড়া যে কোনও ব্যক্তিগত যানবাহন, যাত্ৰীবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সংশ্লিষ্ট ১১ ওয়ার্ড এলাকায়।
গত রাত নয়টা থেকে মহানগরের যে ১১টি ওয়ার্ডে সম্পূর্ণ লকডাউন বলবৎ হয়েছে সেগুলি যথাক্রমে — ওয়ার্ড নম্বর ২-এর অন্তর্গত আনন্দনগর, জয়মতীনগর, নিউ আদাবাড়ি, পাণ্ডু রেলওয়ে মার্কেট এবং পাণ্ডু ফেরিঘাটের ৩, ৪, ৫ এবং ৬ নম্বর কলোনি, নিউ রেলওয়া কলোনি, ইনস্টিটিউট কলোনি, গারপাণ্ডু, লোকো কলোনি, চাঁদিলাপুরের একটি অংশ, বিবিসি কলোনি।
ওয়ার্ড নম্বর ৩-এর অন্তর্গত কামাখ্যা রেলস্টেশন এলাকা, গ্রিন পার্ক কলোনি, বড়িপাড়া, কামাখ্যানগর, কাঠিয়া দলং (সেতু), ফুলপাহিনগর, পাণ্ডবনগর, সমগ্র আদাবাড়ি তিনিআলি, পাণ্ডুপোর্ট রোড, শকুন্তলা কলোনি, ট্রায়াঙ্গুলার কলোনি, দেশবন্ধুপাড়া, কৈলাশনগর, চানাপট্টি, কলেজ গেট ডাউন, সুভাষনগর, রেস্ট ক্যাম্প, আমেরিকান কলোনি, রেস্টক্যাম্প শাটল গেট, হঠাৎ কলোনি, অ্যাকাউন্টস কলোনি এবং ভরালিপাড়া।
ওয়ার্ড নম্বর ৪-এর অধীন পাণ্ডু এসআরপি অফিস এলাকা, টেম্পলঘাট, পাণ্ডু পাণ্ডব মন্দির এলাকা, বিষ্ণুমন্দির পার্বত্য এলাকা, পশ্চিম কামাখ্য কলোনি, কামাখ্যা কলোনি, নিজরাপাড়, মালিগাঁও গেট নম্বর ১ হিলসাইড ভূতনাথ বিএসএফ ট্রানজিট ক্যাম্প পর্যন্ত।
ওয়ার্ড নম্বর ৫-এর অধীনস্থ মালিগাঁও পূর্ব গোটানগর, আদর্শ কলোনি, বিজি কলোনির এক অংশ, গোশালা, মালিগাঁও পেট্রোলপাম্প এলাকা, দুর্গা সরোবর এবং শান্তিপুর।
ওয়ার্ড নম্বর ৬-এর অধীনে ধীরেনপাড়া, গণেশপাড়া, মনপাড়া, দতালপাড়া, কটাহবাড়ি, গড়চুক এবং জ্যোতিকুচির এক অংশ।
ওয়ার্ড নম্বর ৭-এর অন্তর্গত গোটানগর, গোটানগর এনসি, মালিগাঁও এনসি, ফাটাশিল এনসি, দুৰ্গাসরোবর, ফাটাশিল এবং ধীরেনপাড়ি হিল সাইড।
ওয়ার্ড নম্বর ৮-এর অন্তর্গত কুমারপাড়া, মাছখোয়া, আটগাঁও (একটি অংশ) এবং ভরলুমুখ।
ওয়ার্ড নম্বর ৯-এর অন্তর্গত ছাত্ৰীবাড়ি, কৃষ্ণনগর, টকৌবাড়ি, ফ্যান্সিবাজার ও আটগাঁওয়ের একটি অংশ।
ওয়ার্ড নম্বর ১০-এর অন্তর্গত ফ্যান্সিবাজার, পল্টনবাজার এবং পানবাজারের সমগ্র এলাকা।
ওয়ার্ড নম্বর ১৫-এর অধীন কালিচরণ নার্সিংহোম এলাকা, ফাটাশিলের এক অংশ, বিষ্ণুপুর, ভাস্করনগর ভিআইপি হোটেল পর্যন্ত, কালাপাহাড় এবং বিমলানগর।
ওয়ার্ড নম্বর ১৬-এর অন্তর্গত ভাস্করনগর থেকে ওদালবাক্রার এক অংশ পর্যন্ত, আমবাড়ি তিনিআলি, সাইকেল ফ্যাক্টরি, সাউথ পয়েন্ট স্কুল এলাকা, ডালডা ফ্যাক্টরি সেতু পর্যন্ত, বর্ষাপাড়া, লালগণেশ, রোলিং মিল, বণিকপাড়া এবং আন্নদনগরের এক অংশ।