ত্রিপুরা নিউজ ডেস্ক: চাকরি প্রদানের দাবীতে আগরতলা সিটি সেন্টার এলাকায় বিক্ষোভ প্রদর্শন করলো একদল যুবক। সম্প্রতি ত্রিপুরা সরকারের স্বরাষ্ট্র দপ্তরের তরফে ত্রিপুরা স্টেট রাইফেলস(টি এস আর) বাহিনীতে নতুন করে নিয়োগের জন্য অফার দেওয়া হয়েছে। সরকারের তরফে এই অফার দেওয়ার পর রাজ্যজুড়ে অশান্তির সৃষ্টি হয়।
বিভিন্ন জায়গায় শাসক দল বিজেপির অফিসে ভাঙচুর চালানো হয় এমনকি জ্বালিয়ে দেওয়া হয় অফিস। আবার রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বঞ্চিত যুবক-যুবতীরা রাজধানী আগরতলায় এসে একাধিকবার মহাকরণের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে।এইসব বেকার যুবক যুবতীদের অভিযোগ তারা টিএসআর বাহিনীতে চাকরির জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং শারিরীক মাপকাঠিতে তারা সঠিক রয়েছে তারপরও তাদেরকে বঞ্চিত করা হয়েছে।
তাদের আরো অভিযোগ তারা সব দিক দিয়ে সঠিক থাকার পরও টাকার বিনিময় চাকরি অযোগ্য ছেলেমেয়েদেরকে দেওয়া হয়েছে। এমনকি ছাত্র-ছাত্রীদের পাশাপাশি বেশ কয়েকজন অভিভাবক দাবি করেন তারা শাসক দল বিজেপির স্থানীয় স্তরের নেতৃবৃন্দ, তারপরও ছেলেমেয়েদেরকে চাকরি দেওয়ার নাম করে দলেরই একাংশ নেতারা লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে এরপরও তাদের ছেলে মেয়েদের চাকরি দেওয়া হয়নি।
শুধু তাই নয় অনেক যুবক-যুবতী এবং তাদের অভিভাবক মিলে রাজ্যের বেশ কয়েকটি জেলায় শাসক দলের স্থানীয় নেতৃবৃন্দের এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের বাড়িতে চড়াও হয়েছিলেন, মূলত যে সকল নেতৃবৃন্দের বিরুদ্ধে টাকা আত্মাসাতের অভিযোগ উঠেছে এইসব নেতাদের বাড়িতে লোকজন জড়ো হয়েছিলেন। এর ফলে কয়েকজন নেতা কে বাড়িতে কিছুদিনের জন্য আত্মগোপন করতে হয়। কিছুদিন ধরে এই ঘটনা চলতে থাকার পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছিল আবার নতুন করে সোমবার এ সকল চাকরি বঞ্চিত বেকার যুবক যুবতীরা চাকরির দাবিতে আগরতলার সিটি সেন্টারের সামনে বিক্ষোভ প্রদর্শন করে।
তারা দিন বিক্ষোভ প্রদর্শন করার সময় হাতে বেশ কিছু ছবি নিয়ে রেখেছিল এই ছবিগুলো দেখিয়ে তারা দাবি করে যে সকল যুবক চাকরি পেয়েছে তাদের বেশকিছু যুবকের শারীরিক সমস্যা রয়েছে, এর পরেও তারা কি করে চাকরি পেল এই প্রশ্ন তাদের। ঘটনা প্রত্যক্ষ করে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে সিটি সেন্টার এলাকায়। এখন দেখার বিষয় সরকার কি পদক্ষেপ গ্রহণ করে।

