সরকারি যে জলাশয়গুলি আছে সেগুলিকে ইজারা দিয়ে মাছ চাষ করার ব্যাপারেও পরিকল্পনা নেওয়া হয়েছে
ত্রিপুরা প্রতিনিধি: চাহিদার তুলনায় যোগান কম। এবার সেই ঘাটতি মেটাতে বাংলাদেশ থেকে মাছ আনবে ত্রিপুরা।
ত্রিপুরার মৎস্য়মন্ত্রী মেওয়ার কুমার জামাতিয়া বলেন, ঘাটতি পূরণ করার জন্য বাংলাদেশ থেকে ২৩ শতাংশ মাছ আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যে গড়ে মাথাপিছু ২৫ কেজি করে বার্ষিক মাছ লাগে। জানিয়েছেন মৎস্যমন্ত্রী।
ত্রিপুরার মৎস্যমন্ত্রী জানিয়েছেন, আমরা ইতিমধ্যে বায়োফ্লক ফিস কালচার, খাঁচাতে মাছ চাষ সহ নানা পন্থা নিয়েছি। মাছের ঘাটতি মেটাতেই এই উদ্য়োগ নেওয়া হয়েছে। আশা করছি আগামী ২-৩ বছরের মধ্যে এই ঘাটতি মেটাতে পারব।