শিরোনাম
বুধ. জানু ১৪, ২০২৬

ছাত্র-যুব ভবনে রক্তদান শিবির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা: ভারতের ছাত্র যুব ফেডারেশনের ৪১ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শুক্রবার আগরতলায় ছাত্র-যুব ভবনে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। নর সিং গর অঞ্চল কমিটির উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়।রক্তদান শিবিরের আনুষ্ঠানিক সূচনা করেন বিরোধীদলীয় নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। রক্তদান শিবিরকে কেন্দ্র করে ব্যাপক উত্‍সাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়।বলেন যে কোন সংগঠনের সামাজিক দায়িত্ব রয়েছে।ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন সবসময়ই বিভিন্ন সামাজিক কর্মসূচিতে নিজেদের নিয়োজিত করে থাকে। তাদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান শিবির সংঘটিত করায় তিনি যুব সংগঠনের ভূয়শী প্রশংসা করেন।

তিনি বলেন দল-মত জাতি-ধর্ম নির্বিশেষে সকল অংশের জনগণকে রক্তদানের মতো এক মহতী কাজে এগিয়ে আসা প্রয়োজন। রক্ত দানের মাহাত্ম্য সম্পর্কে বলতে গিয়ে বিরোধী দলনেতা মানিক সরকার বলেন জীবিত থাকাকালে শুধু নিজের জন্য ভাবলে চলবে না। জীবিত থাকাকালে যারা শুধুমাত্র নিজের জন্য এভাবে তারা জীবন্মৃত।যে মানুষ শুধুমাত্র নিজের কথা না ভেবে অন্যের পাশে দাঁড়ায় সেই মানুষ প্রকৃতপক্ষে জীবিত মানুষ।

প্রকৃত মানুষ।ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন তাদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান শিবির সংগঠিত করে প্রকৃত মানুষের দায়িত্ব পালন করে চলেছে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।শুধুমাত্র ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন নয় বিভিন্ন সংগঠন কে রক্তদানের মতো এক মহতী কাজে এগিয়ে আসতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার আহ্বান জানিয়েছেন।রক্তদান শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআইয়ের রাজ্য সভাপতি পলাশ ভৌমিক, রাজ্য সম্পাদক নবারুণ দেবপ্রমূখ।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *