আগরতলা: তফশিলি উপজাতি এবং ত্রিপুরায় স্থায়ী বসবাসের শংসাপত্র রাজ্য সরকারের কাছে চেয়েছে ব্রু শরণার্থী সংগঠন। ত্রিপুরায় স্থায়ীভাবে বসবাসে সরকারি অনুমোদন সুনিশ্চিত করার প্রশ্ণে মুখ্যসচিব মনোজ কুমারকে লেখা এক চিঠিতে এই আবেদন জানিয়েছেন সংগঠনের সম্পাদক ব্রুনো মশা। প্রসঙ্গত, গত জানুয়ারিতে ব্রু শরণার্থীদের ত্রিপুরায় স্থায়ী বসবাসে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ত্রিপুরার সরকার তাদের জমির বন্দোবস্ত করে দেবে। ত্রিপুরা সরকারের ওই সিদ্ধান্তে দুই দশকের অধিক সময় ধরে চলমান সমস্যার সমাধান সম্ভব হয়েছে।
এ-বিষয়ে ব্রুনো মশা জানিয়েছেন, ত্রিপুরা সরকারের প্রতি আমরা কৃতজ্ঞ। আমাদের বসবাসের স্থায়ী সমাধান করেছে বিজেপি-আইপিএফটি জোট সরকার। তাই, ত্রিপুরার নাগরিক হিসেবে সুযোগ সুবিধা পাওয়ার জন্য তফশিলি উপজাতি এবং ত্রিপুরায় স্থায়ী বসবাসের শংসাপত্র চেয়েছি। তাঁর কথায়, ত্রিপুরার মুখ্যসচিবের কাছে চিঠি পাঠিয়ে এই আবেদন জানিয়েছি। তাতে উত্তর ত্রিপুরার জেলাশাসক এবং কাঞ্চনপুর ও পানিসাগর মহকুমাশাসককে ওই নথি জারি করার জন্য নির্দেশ দেওয়ার আর্জি জানিয়েছি।
প্রসঙ্গত, জাতি দাঙ্গায় প্রাণ বাঁচিয়ে মিজোরাম থেকে পালিয়ে আসা ৩৩ হাজারের অধিক ব্রু শরণার্থীকে ত্রিপুরায় স্থায়ী বসবাসের সুযোগ করে দিয়েছে বিজেপি-আইপিএফটি জোট সরকার। কেন্দ্রীয় সরকার তার জন্য ৬০০ কোটি টাকার প্যাকেজ দিয়েছে। বর্তমানে তাদের পুনর্বাসনে স্থান চিহ্ণিত করা হচ্ছে।

