শিরোনাম
বৃহঃ. জানু ১৫, ২০২৬

তিপ্রাল্যান্ডের দাবি করা কোনোভাবেই অসাংবিধানিক নয়: প্রদ্যুৎ কিশোর দেববর্মণ

ত্রিপুরা নিউজ ডেস্ক: ২০২৩ সালের ত্রিপুরা বিধানসভা নির্বাচনের জন্য অন্য কোন রাজনৈতিক দলের সঙ্গে জোটের প্রয়োজন নেই বলে জানিয়েছেন তিপ্রামথা দলের চেয়ারম্যান প্রদ্যুৎ কিশোর দেববর্মা। তিনি বলেন রাজ্যের জনজাতি সংরক্ষিত ২০টি আসন ছাড়াও ১৫-২০ টি আসন রয়েছে যেখানে জনজাতি ভোটের উপর প্রার্থীর জয় পরাজয় নির্ভর করে। সে আসনগুলোর দিকেই পাখির চোখ করে আছে তিপ্রামথা।

তিনি আরো জানান প্রতিদিনই নিজেদের শক্তি বৃদ্ধি করছে তাদের দল। কারণ প্রতিদিন নতুন নতুন নেতা-কর্মী অন্য দল ছেড়ে তিপ্রামথা দলে যোগদান করছেন।সিপিআই (এম) দলের জনজাতি ভিত্তিক সংগঠন জি এম পি’র নেতা রণজয় দেববর্মা তিপ্রা মথায় যোগ দেন।

এছাড়াও রণজয় দেববর্মা বাম সংগঠন ও যুব সংগঠনের সাধারণ সম্পাদক ছিলেন।এই উপলক্ষ্যে সংবাদ মাধ্যমের সামনে এই কথাগুলি বলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মণ। কয়েকদিন মধ্যে বড় জনসভা করে আনুষ্ঠানিক ভাবে যোগদান করবেন রণজয় দেববর্মা।এছাড়াও রবিবার দুইজন আইপিএফটি কর্মী-সমর্থক যোগ দিয়েছেন। খোয়াই জেলার অম্পিতে বিজেপি ছেড়ে ৫৮৫ জন তিপ্রমথায় যোগ দিয়েছেন। গোমতী জেলায় করবুকে ৯৩৫ জন মথায় যোগ দিয়েছেন বলে জানান তিনি।

সব মিলিয়ে একদিকে দেড় হাজারের মতো কর্মী-সমর্থক মথায় যোগ দিয়েছেন। তিপ্রাল্যান্ডের লড়াইয়ে সবাইকে স্বাগত জানান। তিনি বলেন তিপ্রামথা একটি আন্দোলনের নাম। গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবি করা কোনোভাবেই অসাংবিধানিক নয় বলে তিনি জানান।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *