শিরোনাম
বুধ. জানু ১৪, ২০২৬

ত্রিপুরা: করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু-সংখ্যায় হঠাত্‍ বৃদ্ধি, ২৪ ঘণ্টায় মৃত পাঁচ

আগরতলা: শারদোত্‍সবের শুভ মুহূর্তের সূচনায় হঠাত্‍ করোনাষ় আক্রান্ত হষ়ে মৃতের সংখ্যায় সামান্য বৃদ্ধি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ত্রিপুরায় করোনায় আক্রান্ত হয়ে পাঁচ জন মৃত্যুবরণ করেছেন। তাঁদের নিয়ে এখন পর্যন্ত ত্রিপুরায় করোনায় আক্রান্ত হয়ে ৩৩৬ জনের মৃত্যু হয়েছে। এদিকে, নতুন করে ১২৫ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে। অন্যদিকে, ২৫০ জন করোনা আক্রান্ত সুস্থ হয়েছেন।

ত্রিপুরায় এখন পর্যন্ত ২৯,২২৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৭,৪৭৯ জন সুস্থ হয়েছেন। বর্তমানে করোনা আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যা ২,০৮৪। স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুযায়ী, করোনা আক্রান্তের হার ত্রিপুরায় ৬.৭৮ শতাংশ। অন্যদিকে সুস্থতার হার ৯১.৯০ শতাংশ এবং মৃতের ১.১২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ৩,০০৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে ১২৫ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে এবং ২৫০ জন সুস্থ হয়েছেন। তবে, গত ২৪ ঘণ্টায় পাঁচ জনের করোনাক্রান্তে মৃত্যুতে শারদোত্‍সবে চিন্তার ভাঁজ পড়েছে। সন্দীপ / এসকেডি

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *