আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরা রাজ্যজুড়ে শনিবার (২৩ জানুয়ারি) যথাযোগ্য মর্যাদার সঙ্গে উদযাপিত হচ্ছে ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম পথিকৃৎ নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মদিবস।
ত্রিপুরা রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় আগরতলার নেতাজি সুভাষ বিদ্যা নিকেতনে।
এখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের শিক্ষা দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ, সংসদ সদস্য প্রতিমা ভৌমিক প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত হয়ে মন্ত্রী প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর উপস্থিত অতিথিরা নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
প্রতিবছর নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস উপলক্ষে আগরতলা শহরে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। কিন্তু করোনা ভাইরাসের কারণে এ বছর শোভাযাত্রা করা হচ্ছে না।





